ফাতেমাতুয যাহরা রা. মহিলা মাদরাসা
March 22 2021, 03:40
ফাতেমাতুয যাহরা রা. মহিলা মাদরাসা
ঠিকানা : গ্রামঃ হুমায়ূনপুর, উপজেলাঃ বাজিতপুর, জেলাঃ কিশোরগঞ্জ।
উপমহাদেশে ইসলাম ও মুসলমানদেরকে রক্ষা , বিজাতীয় সাংস্কৃতির করালগ্রাস থেকে জাতিকে মুক্ত রাখা ও পূর্ণাঙ্গ শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠা করার । দৃঢ় প্রত্যয় নিয়ে ১৮৮৬ সালে প্রতিষ্ঠিত হয় বিশ্ব বিখ্যাত ইসলামী বিদ্যা পিঠ দারুল উলুম দেওবন্দ । দারুল উলুম দেওবন্দের সেই মােহনা থেকেই বাংলাদেশ সহ পৃথিবীর আনাচে কানাচে বয়ে চলেছে কওমী মাদরাসার স্রোতধারা । এরই ধারাবাহিকতায় জাতি ও মিল্লাতের প্রয়ােজনে বাজিতপুর থানাধীন হুমায়ূনপুর গ্রামের অধিবাসী পীরে কামেল আলহাজ্ব হযরত মাওঃ মিজানুর রহমান খাঁন সাহেবের অক্লান্ত পরিশ্রমে গড়ে উঠে ফাতেমাতু যাহরা ( রাঃ ) মহিলা মাদরাসা । অতঃপর হযরত মাওঃ তাজুল ইসলাম সাহেবের নিরলস মেহনতে এই প্রতিষ্ঠানটি প্রাথমিক পর্যায়ে জামাতে কুদূরী ( ৮ ম শ্রেণী ) পর্যন্ত খােলা হয় । কালের ঝড় ঝাপটা আর সমূহ বিপদ আপদ পেছনে ফেলে সাহাবায়ে কেরাম , সলফে সালেহীন , আইম্মায়ে মুজতাহিদিন , আকাবীরে দ্বীন এর আদর্শকে আকড়ে ধরে সকল প্রকার বাধা বিপত্তি উপেক্ষা করে , মাওঃ তাজুল ইসলাম সাহেব ২০১৩ সালে বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষা বাের্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়ায় মাদরাসা ইলহাক করান ।
অতপর ২০১৫ সালে মাওলানা তাজুল ইসলাম রহ. এর ইন্তেকাল এর পর মাওলানা জামাল উদ্দীন অত্র মাদরাসার মােহতামিম এর দায়িত্ব গ্রহণ করেন। ২০১৮ সালে মােহতামিম সাহেব সহ আসাতিযায়ে কেরাম ও পরিচালনা কমিটির অক্লান্ত । প্রচেষ্টায় খোলা হয় ইসলামী শিক্ষার সর্বোচ্চ ক্লাস । (মাস্টর্স সমমান ) । বর্তমানে তা নিষ্টাবান , দানবীর আলহাজ্ব হাফেজ আশরাফ আলী খান . সাহেবের প্রচেষ্টায় মাওলানা মুফতি শাহাদাত হোসাইন কাসেমীর তত্ত্বাবধানে অত্যন্ত সুনামের সাথে শত -সহস্র মরুসাইমুম মোকাবিলা করে ফাতেমাতুয্ যাহরা আজ এগিয়ে চলেছে তার অনিন্দ্য সৌন্দর্যে।আল্লাহ তার সৌন্দর্য চিরস্থায়ী করুন। আমীন
বিভাগ সমূহঃ
১. মক্তব বিভাগ
২. নূরানী বিভাগ
৩. কিতাব বিভাগ
8 . কতুবখানা
৫. ছাত্রী পাঠাগার
৫. প্রকাশনা বিভাগ
৬.বয়স্ক মহিলাদের কুরআন শিক্ষার ব্যবস্থা ।
তথ্য প্রদান
মুফতি শওকত হুসাইন
showkat67501@gmil.com