সারা দেশের মাদ্রাসাসমূহ

জামেয়া হুসাইনিয়া হাফিজিয়া আরাবিয়া দারুল হাদিস সৈয়দপুর

May 05 2019, 03:09


Manual8 Ad Code

মাদ্রাসার নাম: জামিয়া হোসাইনিয়া হাফিজিয়া দারুল হাদিস সৈয়দপুর।

অবস্থান: সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার ঐতিহ্যবাহী গ্রাম সৈয়দপুরে।

Manual3 Ad Code

প্রতিষ্ঠাতা: খলিফায়ে মাদানি মাওলানা শায়খ সৈয়দ আব্দুল খালিক সাহেব রহ ও খলিফায়ে মাদানি মাওলানা শায়খ সৈয়দ তখলিস হোসাইন সাহেব রহ। হযরত শাহজালাল মুজাররাদে ইয়ামনী রহ র অন্যতম সহচর হযরত শাহ সৈয়দ শামছুদ্দিন রহ র সৃতি বিজড়িত আদর্শ গ্রাম ঐতিহ্যবাহী সৈয়দপুর। পূর্বকাল থেকেই এই এলাকায় দ্বীনি শিক্ষার প্রচলন ছিল এবং অত্র এলাকার মানুষ দ্বীনদার ছিল। তারই ধারাবাহিতায় অত্র এলাকার সুনামধন্য আলেম মাওলানা শায়খ সৈয়দ আব্দুল খালিক সাহেব রহ ও মাওলানা শায়খ সৈয়দ তখলিস হোসাইন সাহেব রহ স্বীয় পীর ও মুর্শিদ কুতবুল আলম শায়খুল ইসলাম আল্লামা সায়্যিদ হোসাইন আহমদ মাদানি রহ এর নির্দেশে উভয়ে সৈয়দপুর গ্রামের উলামা মাশায়েখ ও গন্যমান্য ব্যক্তিবর্গ সকলকে একত্রিত করে একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করার জন্য পরামর্শ চান। এবং সকলের অনুমতিক্রমে ১৩৬০হিজরী ১৯৪০ইংরেজিতে শায়খ আব্দুল খালিক রহ তিনির নিজ বাড়ির মক্তবে (নাম ছিল মক্তবে ইমদাদিয়া)মাদ্রাসা শুরু করেন।

প্রতিষ্ঠাতা মুহতামিম: মাওলনা শায়খ সৈয়দ আব্দুল খালিক রহ ও সহযোগিতায় ছিলেন শায়খ সৈয়দ তখলিস হোসাইন রহ। এভাবে দশ বছর চলার পর ছাত্র সংখ্যা বেড়ে যাওয়ায় উলামা মাশায়েখ ও গ্রামের গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতি ও পরামর্শক্রমে সৈয়দপুর নোয়াপাড়ায় মাদ্রাসা স্থানান্তরিত করা হয়। ১৩৯৭ হিজরীর শাওয়াল মাসে সৈয়দপুর হোসাইনিয়া হাফিজিয়া আরবিয়া দারুল হাদিস মাদ্রাসার দাওরায়ে হাদিসের সূচনা হয়।

প্রথম শায়খুল হাদিস ছিলেন আল্লামা হোসাইন আহমদ বারকোটি রহ।দ্বিতীয় মাওলানা শায়খ আব্দুল হান্নান সাহেব রহ পাগলা সুনামগঞ্জ।

বর্তমান শায়খুল হাদিস উস্তাযুল মুহাদ্দিসিন মাওলানা আব্দুল হাই বংশিপ্পার হুজুর দা:বা:।

জামিয়ার মুহতামিমগণ, ১/মাওলানা শায়খ সৈয়দ আব্দুল খালিক সাহেব রহ। মেয়াদকাল ১৯৪০ইংরেজি হতে১৮৫৮ইং পর্যন্ত।

২/আলহাজ্ব হাফিজ শায়খ সৈয়দ আবু ছাইদ সাহেব রহ। মেয়াদ ১৯৫৯ ইং থেকে ১৯৭৩ ইং।

৩/মাওলানা হাফিজ আব্দুল গফফার সাহেব রহ ১৯৭৪থেকে ১৯৭৫ইং।

৪/মাওলানা আব্দুল মান্নান সাহেব রহ ১৯৭৫থেকে ১৮৭৮ইং।

৫/হাফিজ মাওলানা শায়খ সৈয়দ মনজুর আহমদ সাহেব রহ ১৯৭৯থেকে ১৯৮৮পর্যন্ত।

৬/হাফিজ মাওলানা সৈয়দ মুতিউর রহমান সাহেব রহ মেয়াদ ১৯৮৮ ইং থেকে২০১৬ইং পর্যন্ত।

৭/বর্তমান মুহতামিম: হাফিজ মাওলানা শায়খ সৈয়দ ফখরুল ইসলাম সাহেব দা:বা:  ২০১৭ইং থেকে।

জামিয়ার নাজিমে তালিমাতগণ। ১,হাফিজ মাওলানা আব্দুল গফফার সাহেব রহ ১৯৫৬ইং।

২,হা:মাওলানা শায়খ সৈয়দ মনজুর আহমদ সাহেব রহ মেয়াদকাল ১৯৬১থেকে ১৯৭৯ইং।

৩,মাওলানা সৈয়দ আব্দুল আউয়াল সাহেব (বড় হুজুর) দা:বা:।১৯৮০থেকে ১৯৮৩।

৪,মাওলানা সৈয়দ মুতিউর রহমান সাহেব রহ ১৯৮৪থেকে ১৯৮৭।

৫,মাওলানা আব্দুর রউফ জকিগঞ্জী হুজুর দা:বা:।১৯৯০/১৯৯৮।

৬/মাওলানা শফিকুল হক রমাপতিপুরী দা:। ১৯৯৯/২০০০ইং

Manual6 Ad Code

৭,হাফিজ মাওলানা শায়খ সৈয়দ ফখরুল ইসলাম সাহেব দা:বা:।২০০১থেকে ২০০৭।

৮/মাওলানা সৈয়দ মছরুর আহমদ ক্বাসেমী দা:বা:।২০০৮থেকে ২০১৩।

৯;মাওলানা আব্দুর রউফ সাহেব দা:বা:২০১৪।

১০/ আলহাজ্ব হযরত মাওলানা হাফিজ শায়খ সৈয়দ ফুজায়েল আহমদ সাহেব রহ। ২০১৫ ইং থেকে ২০১৭।

১১/ বর্তমান: মাওলানা সৈয়দ আব্দুর রাজ্জাক সাহেব। ২০১৮ইং

 

Manual7 Ad Code

জমিয়ার অবদান: অত্র জামিয়া থেকে হাজার হাজার ছাত্র দ্বীনি শিক্ষা অর্জন করেছে, এবং শত শত হাফিজ এবং শত শত আলিম জামিয়া থেকে ফারিগ হয়ে দেশে বিদেশে সুনামের সাথে দ্বীনের কাজ আঞ্জাম দিয়ে যাচ্ছেন।

বর্তমানে মাদ্রাসায় ২৮ জন সুদক্ষ উস্তাদগণের তত্তাবধানে ৫৫০ জন ছাত্র ইলমে নববী হাসিল করতেছে।

উস্তাদগণের নাম: ১মাওলানা হা:শায়খ সৈয়দ ফখরুল ইসলাম সাহেব মুহতামিম।

২.মাওলনা আব্দুল হাই বনশিপ্পা শায়খুল হাদিস।

৩,মাওলনা আব্দুর রউফ জকিগঞ্জী মুহাদ্দিস।

৪,মাওলনা লুতফুর রহমান নবীগঞ্জী মুহাদ্দিস।

৫,মাওলনা শফিকুল হক রমাপতি পুরী মুহাদ্দিস।

৬.মাওলনা রমীজ উদ্দিন সাহেব মুহাদ্দিস।

৭।মাওলনা সৈয়দ আব্দুর রাজ্জাক সাহেব মুহাদ্দিস ও নাজিমে তালিমাত।

৮।মাওলনা সৈয়দ মাছরুর আহমদ ক্বাসেমী সাহেব মুহাদ্দিস।

৯।মাওলনা হা:সৈয়দ মঈনুল ইসলাম ক্বাসেমী সাহেব মুহাদ্দিস।

১০।মুফতি মাহমুদুর রহমান মুহাদ্দিস।

১১।মাওলনা আলি আহমদ সিনিয়র উস্তাদ।

১২।মুফতি সৈয়দ শামীম আহমদ সিনিয়র উস্তাদ।

১৩।মাওলানা আমিনুল ইসলাম সিনিয়র উস্তাদ।

১৪।মাওলানা হাফিজ সৈয়দ সুহাইল আহমদ সিনিয়র উস্তাদ।

১৫।মাওলানা সৈয়দ আবিদ আহমদ সিনিয়র উস্তাদ।

১৬।মাওলানা দিলওয়ার হোসাইন উস্তাদ।

১৭।মাওলানা নেছার আহমদ উস্তাদ।

১৮।মাওলানা কমর উদ্দিন উস্তাদ।

১৯।মাওলানা আখতার হোসাইন উস্তাদ।

২০।মাওলানা উমর ফারুক উস্তাদ।

২১।হাফিজ গিয়াস উদ্দিন উস্তাদ হিফজ বিভাগ।

২২।হাফিজ জিয়াউল ইসলাম উস্তাদ।

২৩।হাফিজ আব্দুল হাদি সুমন উস্তাদ।

২৪।হাফিজ খায়রুল ইসলাম উস্তাদ।

২৫।হাফিজ নুমান আহমদ উস্তাদ।

২৬।মাষ্টার রইছ উদ্দিন উস্তাদ ।

২৭।মাষ্টার সাইফুল ইসলাম উস্তাদ ।

২৮।মাষ্টার আবু সাইদ উস্তাদ।

সৈয়দপুর মাদ্রাসা অত্র এলাকার মানুষের হৃদয়ের স্পন্দন।তাই তারা শুরু থেকেই অত্র মাদ্রাসার সহযোগীতা করে যাচ্ছেন। সৈয়দপুর গ্রামের প্রবাসী ও দেশী দ্বীনদার ভাইবোনদের আন্তরিক সহযোগীতায় মাদ্রাসা দিনদিন এগিয়ে যাচ্ছে। আল্লাহ পাক যেন সবাইকে জাযায়ে খায়ের দান করেন এবং জামিয়া কে কবুল করেন।এবং জমিয়ার আসাতিযায়ে কেরাম যারা দুনিয়া থেকে চলে গেছেন সাবাইকে যেন জান্নাতের উঁচু মাকাম দান করেন আমীন। লেখক,, হাফিজ মাওলানা সৈয়দ সুহাইল আহমদ সিনিয়র উস্তাদ জামিয়া হোসাইনিয়া সৈয়দপুর।

চলমান মোট ছাত্র সংখ্যা :- ৫০০ জন প্রায়

Manual8 Ad Code

চলমান দাওরায়ে হাদিস ছাত্র সংখ্যা :- ৩৩জন

চলমান ছাত্রাবাসে অবস্থান রত ছাত্র সংখ্যা :- ২৫০জন প্রায়

তথ্য দানকারীর নাম :- মাওলানা সুহাইল আহমদ

তথ্য দানকারীর মোবাইল :

সংশোধিত

 

Spread the love