সারা দেশের মাদ্রাসাসমূহ

জামিয়া ইসলামিয়া মাদরাসাতুল উলুম দারুল হাদিস হরিপুর বাজার

November 11 2018, 03:23

প্রতিষ্ঠানের নাম :- জামিয়া ইসলামিয়া মাদরাসাতুল উলুম দারুল হাদিস হরিপুর বাজার

প্রতিষ্ঠা কাল :- ২৩ জিলহজ্জ ১৪০০ হিজরী মোতাবেক ৩ নভেম্বর ১৯৮০ ঈসায়ী।

প্রতিষ্ঠাতা :- মুজাহিদে আযম, খতীবে মিল্লাত শাইখুল হাদীস আল্লামা শায়খ আবদুল্লাহ হরিপুরী রাহিমাহুল্লাহ

প্রতিষ্ঠাকালিন মুহতামিম :- মুজাহিদে আযম, খতীবে মিল্লাত শাইখুল হাদীস আল্লামা শায়খ আবদুল্লাহ হরিপুরী রাহিমাহুল্লাহ

প্রতিষ্ঠাকালিন শিক্ষাসচিব :- মুজাহিদে আযম, খতীবে মিল্লাত শাইখুল হাদীস আল্লামা শায়খ আবদুল্লাহ হরিপুরী রাহিমাহুল্লাহ

প্রতিষ্ঠাকালিন শিক্ষকবৃন্দ :- ১। মুজাহিদে আযম, খতীবে মিল্লাত শাইখুল হাদীস আল্লামা শায়খ আবদুল্লাহ হরিপুরী রাহিমাহুল্লাহ
২। মাওলানা আজীজুর রাহমান টাইটেলি রাহিমাহুল্লাহ
৩। মাওলানা ইসমাঈল হাকরগ্রামী রাহিমাহুল্লাহ
৪। শায়খুল হাদীস মাওলানা ইউসুফ শ্যামপুরী হাফিযাহুল্লাহ
৫। মাওলানা আবদুর রশীদ হাফিযাহুল্লাহ
৬। মাওলানা মুহাম্মদ সাহেব
৭। মাওলানা মুজ্জাম্মিল ঘোষগ্রামী হাফিযাহুল্লাহ
৮। মাওলানা ইসমাঈল শ্যামপুরী হাফিযাহুল্লাহ
৯। মাওলানা উমর হাফিযাহুল্লাহ
১০। মাওলানা আহমদ আলী হাফিযাহুল্লাহ
১১। মাওলানা মকবুল আলী হাফিযাহুল্লাহ
১২। হাফিয মুঈন উদ্দীন হাফিযাহুল্লাহ
১৩। মাস্টার আবদুল্লাহ হাফিযাহুল্লাহ

প্রতিষ্ঠাকালিন জামাত সংখ্যা,বর্তমান সমাপনী জামাত / মাদরাসা দাওরায়ে হাদিস পর্যন্ত হলে্ এর উদ্বোধনীর সন :- প্রতিষ্টকালীন সময় থেকেই মক্তব থেকে দাওরায়ে হাদীস ও হিফয বিভাগ চালু হয়েছে। পরবর্তিতে মহিলা বিভাগ চালু হয়ে উভয় শাখায় দাওরায়ে হাদীস পর্যন্ত দারস বর্তমানেও চলছে।

প্রতিষ্ঠাকাল থেকে চলমান সময় পর্যন্ত কৃতি শিক্ষার্থীর নাম, তাদের বর্তমান সামাজিক- অবস্থান :- শায়খ মাওলানা হিলাল আহমদ বিন শায়খ আবদুল্লাহ হরিপুরি। তিনি বর্তমানে হরিপুর বাজার মাদরাসার মুহতামিম ও মুহাদ্দিস।

শায়খ মাওলানা নযরুল ইসলাম কাসিমি।
তিনি হরিপুর মাদরাসার বর্তমান শিক্ষাসচিব। ওয়াইয, খতীব ও লেখক।

মাওলানা আবদুস সালাম কাসিমি জৈন্তাপুরি।
মুহাদ্দিস, মুফতি, ও একজন সংগ্রামী মানব।

 

অত্র অঞ্চলের মানুষকে নিরক্ষরতা দূরিকরণে মাদরাসার ইতিবাচ ভূমিকা, মানুষের সামাজিক সাংস্কৃতিক দৈনতার পরিবর্তনে প্রতিষ্ঠানের অবদান :- অত্র অঞ্চলের মানুষকে নিরক্ষরতা দূরিকরণে মাদরাসার ইতিবাচ ভূমিকা, মানুষের সামাজিক সাংস্কৃতিক দৈনতার পরিবর্তনে প্রতিষ্ঠানটি অবদান রেখে চলছে। মাদরাসার প্রভাব রয়েছে এলাকার উপর।এমনকি হরিপুর বাজারে কোন টেলিভিশনও নেই।এলাকায় প্রকাশ্যে গান বাজনা নিষিদ্ধ।

মাদরাসার স্বর্নোজ্বল ইতিহাস :- শত শত আলিম হাফিয তৈরি হয়েছে এই জামিআ থেকে। যারা দেশে-বিদেশে দ্বীনি খেদমতে ও মানবসেবায় নিয়োজিত আছে।

এছাড়া লেখাপড়ার মানও খুব উন্নত। বোর্ড পরীক্ষায় অংশ গ্রহন করে প্রতি বছর প্রায় ৬০/৭০ টি মুমতায লাভ করে। পাশের হারও প্রায় শতকরা ৯৫ পার্সেন্ট।

মাদরাসার বর্তমান অবস্থা বর্ণনা করে আগামীর পরিকল্পনা :- মাদরাসার বর্তমান অবস্থা
পুরুষ ওমহিলা শাখা দাওরায়ে হাদীস পর্যন্ত চলছে। এছাড়া হিফয ও নুরানী বিভাগ চালু রয়েছে।
আগামীতে উচ্চতর তাফসির, হাদীস, ফিকহ ও আরবি সাহিত্য বিভাগ চালু করার পরিকল্পনা রয়েছে।

মাদরাসাটি যে বোর্ডের অধিনে :- পূর্ব সিলেট আযাদ দ্বীনি আরবি মাদরাসা শিক্ষাবোর্ড বাংলাদেশ।

মাদরাসার হিসাব ব্যাবস্থা / ফান্ড:- জেনারেল, বিল্ডিং ও গুরাবা ফান্ড। প্রতি বছর অডিটারের মাধ্যমে হিসাব নিরীক্ষণ করে এনামী জলসায় পেশ করা হয়।

বর্তমান মুহতামিম :- শায়খ মাওলানা হিলাল আহমদ বিন শায়খ আবদুল্লাহ হরিপুরী হাফিযাহুল্লাহ

বর্তমান মুহতামিমের মোবাইল নাম্বার :- ০১৭১২-৫৯ ৩২ ৮৩

বর্তমান শিক্ষাসচিব :- শায়খ মাওলানা নযরুল ইসলাম কাসিমি হাফিযাহুল্লাহ

বর্তমান শিক্ষকবৃন্দের তালিকা :-

১। মাওলানা মুফতি ইউসুফ সাহেব
শাইখুল হাদিস
২। মাওলানা শায়খ হিলাল আহমদ
মুহতামিম
৩। মাওলানা শায়খ আবদুল কাদির বাগেরখালী
সানী শাইখুল হাদীস
৪। মাওলানা নযরুল ইসলাম কাসিমি
শিক্ষা-সচিব
৫। মুফতি আবদুস সালাম জৈন্তাপুরি
সহ মোট ৩৩ জন শিক্ষক ও ৩ জন শিক্ষিকা রয়েছেন।

চলমান মোট ছাত্র সংখ্যা :- মোট ছাত্র ও ছাত্রী সংখ্যা/= ১৩০০

চলমান দাওরায়ে হাদিস ছাত্র সংখ্যা :- পুরষ ৫৫ জন। মহিলা ৫০ জন

চলমান ছাত্রাবাসে অবস্থান রত ছাত্র সংখ্যা :- ৩০০জন ছাত্র। এবং মহিলা শাখা সম্পুর্ণ অনাবাসিক

তথ্য দানকারীর নাম :- আবদুল্লাহ বিন ইসমাঈল (চতুল) সাবেক শিক্ষার্থী; হরিপুর মাদরাসা

তথ্য দানকারীর মোবাইল :- 01710-30 26 20/ 01713 80 35 83

তথ্য দানকারীর ইমেইল :- Abdullahbinismailbd@gmil.com

Spread the love