সারা দেশের মাদ্রাসাসমূহ

মাওলানা মাহমূদুল হাসান সিরাজী

August 11 2022, 04:06

নাম :- মাওলানা মাহমূদুল হাসান সিরাজী

জন্ম / জন্মস্থান :- কুড়িগাঁতী, ধুনট, বগুড়া।

শৈশব কাল :- শৈশবকাল কেটেছে নিজ গ্রামেই।

শিক্ষা জীবন :- প্রথমে মিযান পর্যন্ত ঝাপড়া এমদাদুল উলুম মাদরাসায়। এরপর উত্তরবঙ্গের স্বনামধন্য দ্বীনি বিদ্যাপীঠ জামিয়া হুসাইনিয়া মাদীনাতুল উলুম হাফিজিয়া মাদরাসায় নাহবেমীর থেকে মেশকাত পর্যন্ত অধ্যয়ন করেন। দাওরায়ে হাদীস পড়েন দেশের প্রসিদ্ধ দ্বীনি বিদ্যাপীঠ জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া যাত্রাবাড়ী মাদরাসায়। এরপর হাদীস শাস্ত্রে উচ্চতর জ্ঞানর্জনের জন্য মারকাযুল ফিকহিল ইসলামি বসুন্ধরা মাদরাসায় ভর্তি হয়েছিলেন। এবং সেখান থেকে হাদীস শাস্ত্রে উচ্চতর জ্ঞানর্জন করেন।

কর্ম জীবন :- কর্মজীবন শুরু করেন নিজ শায়েখ ও মুরশিদ মুহিউস সুন্নাহ শাইখুল ইসলাম আল্লামা মাহমুদুল হাসান হাফি.\’র তত্বাবধানে পরিচালিত জামিয়াতুস সুন্নাহ শিকারিকান্দাতে মুহাদ্দিস হিসেবে। এরপর জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া যাত্রাবাড়ী মাদরাসায় উস্তাদ হিসেবে নিয়োগ পান।পাশাপাশি মাদরাসা মসজিদের খতিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। এখানে তিনি মিশকাত শরিফ সহ অন্যান্য গুরুত্বপূর্ণ কিতাবের দরস দান করতেন। এরপর নিজ শায়েখের নির্দেশে তার প্রতিষ্ঠিত ও পরিচালিত জামিয়াতুল আবরার মাতুয়াইল যাত্রাবাড়ী ঢাকাতে পরিচালক হিসেবে যোগদান করেন। এখানে ২০১২ সালে দাওরায়ে হাদীস খোলা হলে শুরু থেকে অদ্যাবধি শাইখুল বুখারী হিসেবে বুখারী শরিফের দরস দিচ্ছেন। এবং তার সুদক্ষ পরিচালনায় মাদরাসাটির দৈনন্দিন উন্নতি সাধন হচ্ছে।

অবদান :- বাংলাদেশের প্রায় প্রতিটি অঞ্চলে দ্বীনের সঠিক ব্যাখ্যা প্রদানকারী আলোচক।

মোবাইল :- 01718057237

তথ্য দানকারীর নাম :- মুহাম্মাদ আব্দুল্লাহ

তথ্য দানকারীর মোবাইল :- 01953414264

Spread the love