সারা দেশের মাদ্রাসাসমূহ

শাইখ সুলাইমান ইবনে আলী রহ.

January 14 2020, 06:49

নাম :- শাইখ সুলাইমান ইবনে আলী রহ.

জন্ম / জন্মস্থান :- ১০ রবিউল আওয়াল ১৩৭৫হি.বৃহস্পতিবার তিনি চুপুয়া নামক গ্রামে লাঙ্গলকোট থানাধীন কুমিল্লা জেলার এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহন করেন।

শৈশব কাল :- তার শৈশবকাল কাটে নিজ পিতার তত্ত্বাবধানে

শিক্ষা জীবন :-
তিনি প্রাথমিক শিক্ষা অর্জন করেন পিতার তত্ত্বাবধানে ৷ এরপর ফেনীর দারুল উলুম শর্শদীতে ফজিলত ২য় বর্ষ পর্যন্ত পড়াশোনা করেন ৷ ১৯৭৬ সনে দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারি মাদরাসা থেকে দাওরায়ে হাদিস সমাপ্ত করেন ৷ এরপর হাটহাজারি মাদরাসায় তৎকালীন মুফতিয়ে আজম মুফতি আহমাদুল হক রহ.- এর নিকট ফতোয়া ও ফারায়েজশাস্ত্র অনুশীলন করেন ৷

কর্ম জীবন :- প্রাতিষ্ঠানিক শিক্ষা শেষ করার পর সর্বপ্রথম হাটহাজারি মাদরাসাতে উসতাদ হিসেবে নিয়োগপ্রাপ্ত হন৷ এরপর মোমেনশাহী খাকডহর জামিয়া আশরাফিয়াতে মুহাদ্দিস হিসেবে যোগ দেন৷ পরবর্তী সময়ে লালবাগ জামিয়া কোরবানিয়া আরাবিয়া, জামিয়া মোহাম্মাদিয়া মোহাম্মদপুর, জামিয়া শারইয়্যাহ মালিবাগ এবং মিরপুর জামিয়া হোসাইনিয়া আরজাবাদ মাদরাসায় দরস প্রদান করেন৷

সর্বশেষ ১৮ বছর মিরপুর জামেউল উলুম, হামিউস সুন্নাহ এবং মতিঝিল শামসুল উলুম পীরজঙ্গী মাদরাসায় বোখারি শরিফের দরস প্রদান করেন৷ এবং প্রধান মুফতি হিসেবে একটি ফতোয়া বিভাগ পরিচালনা করেন৷ সেইসঙ্গে তাঁর পিতার প্রতিষ্ঠিত নাঙ্গলকোটের ( কুমিল্লা ) ছুপুয়া আশরাফুল উলুম মাদরাসা পরিচালনার দায়িত্ব পালন করেন৷,বেফাকের পরিক্ষা নিয়ন্ত্রক হিসাবে দায়িত্ব পালন করেন।

অবদান :-
মুফতি সুলাইমান ইবনে আলী রহ. স্বভাবে ছিলেন স্বল্পবাক,মৃদুভাষী৷ ইলম ও আমলে বিরল অনুসরণীয়৷ হাদিসশাস্ত্রের সর্বোচ্চ স্তরের জটিল বিষয়ও অতি প্রাঞ্জল ও সাবলীল ভাষায় ছাত্রদের বোঝানোর এক বিস্ময়কর যোগ্যতা ছিল তাঁর৷ এক জীবনে অসংখ্য ছাত্র তিনি গড়েছেন৷ যেহেতু তিনি ছিলেন একাধিক জামিয়ার সহি বোখারির উসতাদ৷ তাঁর হাতে গড়া ছাত্ররাও এখন ইলমের আলো বিতরণ করছেন দেশ-বিদেশের বহু কওমি-আলিয়া মাদরাসা থেকে শুরু করে দেশের সর্বোচ্চ সরকারি প্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয় পর্যন্ত৷ দেশের বহু ইসলামি শিক্ষা প্রতিষ্ঠানের মুফতি,মুহাদ্দিস,মুহতামিম,শাইখুল হাদিস রয়েছেন তাঁর ছাত্রদের মধ্যে৷

ইলমি পাণ্ডিত্যের সাথে সাথে আধ্যাত্মিক জ্ঞান সাধনাতেও তিনি ছিলেন অনুসরণীয়৷ হযরত মুফতি সুলাইমান ইবনে আলী রহ. ছিলেন হাটহাজারি মাদরাসার অর্ধশত বছরের সফল মুহতামিম,হযরত থানভি রহ.-এর বিশিষ্ট খলিফা হযরত মাওলানা আবদুল ওয়াহহাব রহ.- এর স্নেহধন্য খাদেম ও মুরিদ৷ এ ছাড়া তিনি শাইখুল ইসলাম মাদানি রহ. – এর বিশিষ্ট খলিফা মাওলানা শাহ আবদুস সাত্তার চাটগামী রহ. – এর খলিফা৷

হাদিসের দরস-তাদরিসের পাশাপাশি মুফতি সুলাইমান ইবনে আলী রহ. লেখালেখিও করেছেন৷ বিভিন্ন বিষয়ে তিনি প্রায় ১১ টি কিতাব রচনা করেছেন৷ এরমধ্যে অন্যতম হলো কোরআন হাদিস ও যুক্তির আলোকে মিলাদ কিয়াম এবং নবীজির মেরাজ : ইতিহাস,তত্ত্ব ও বিশ্লেষণ৷

পারিবারিক জীবনে হযরতের দুই ছেলে এক মেয়ে।

মৃত্যু তারিখ :- ২০১৫ সনের শুরুতে রাজনৈতিক বিশৃঙ্খলায় সারা দেশ অস্থির৷ সবার দৃষ্টি ও ভাবনা দেশের অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে৷ ঠিক এ সময় নীরবে চিরশান্তির ঠিকানা জান্নাতের পথে রওনা দিয়েছিলেন এই মহান ব্যক্তিত্ব৷ ১১ রবিউস সানি ১৪৩৬ ( ১ ফেব্রুয়ারি ২০১৫ ) সনে রবিবার ৬৩ বছর বয়সে তিনি ইন্তেকাল করেন৷ নিজ বাড়ি কুমিল্লার পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়৷ আল্লাহ তায়ালা তাঁর কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দেন৷ আমিন৷

তথ্য দানকারীর নাম :- মুহাম্মাদ শওকত হুসাইন,তাকমিল ফিল হাদীস- জামেউল উলুম মাদরাসা,মিরপুর-১৪,ঢাকা-১২০৬

 

Spread the love