সারা দেশের মাদ্রাসাসমূহ

হাফিজ মাওলানা এনামুল হক্ব

October 14 2019, 03:13

Manual2 Ad Code

নাম :- হাফিজ মাওলানা এনামুল হক্ব

Manual3 Ad Code

জন্ম / জন্মস্থান :- ১৯৭৮ ইং সালে সিলেটের সীমান্তবর্তী জকিগন্জ উপজেলার ৮নং কসকনকপুর ইউনিয়নের মামরখানী গ্রামে জন্মগ্রহন করেন

Manual5 Ad Code

শৈশব কাল :- শৈশব কাল তিনি নিজ গ্রামে কাঠিয়েছেন

Manual7 Ad Code

শিক্ষা জীবন :- প্রাথম শিক্ষা এলাকার প্রাচীন প্রতিষ্ঠান জামেয়া ইসলামীয়া ফয়জে আম মুনশীবাজার মাদ্রাসায় অর্জন করেন ৷এর পর জকিগন্জ শাহ সাহাবুদ্দীন মাদ্রাসায় হিফজে ভর্তি হন শেখানে হাফিজ ইলয়াস সাহেবের কাছে ২৪ পারা হিফজ শেষ করেন ৷ এর পর জামেয়া হাড়িকান্দী জকিগন্জে হিফজ শাখায় ভর্তিহয়ে হাফিজ মুস্তাকীম আলী সাহেবের কাছে ৩০ পারা কোরআন শরিফ হিফজ সমাপ্তকরে ১৪১৩ হিজরীতে আজাদ দ্বীনি এদারায়ে তা\’লীম বোর্ডে দ্বিতীয় স্থান অর্জন করে কতিত্বের স্বাক্ষর রাখেন ৷ তিনি ১৯৯২ শালে মকসুদ বখত স্মৃতি পরিষদ আয়োজিত হিফজ প্রতিযোগীতায় সিলেট বিভাগে প্রথম স্থান অর্জন করেন ৷হিফজ সমাপ্তকরে হাড়িকান্দী মাদ্রাসায় কিতাব বিভাগে ভর্তিহয়ে ৫বছর কৃতিত্বের সাথে শিক্ষা অর্জন করেন ৷ এর পর উচ্চ শিক্ষা লাভের জন্য সিলেট ভার্থখলা মাদ্রাসায় ভর্তি হোন শেখান থেকে ২০০১সালে দাওরায়ে হাদিসের কেন্দ্রীয় পরিক্ষায় অংশগ্রহণ করে প্রথম বিভাগে ঊত্তির্ণ হয়ে কওমী অঙ্গনের শিক্ষা সমাপ্তকরেন ৷ পাশাপাশি সরকারী মাদ্রাসায় ও সমান্তরালে শিক্ষা গ্রহণ করেজান ৷ দুবাগ মাদ্রাসা থেকে দাখিল গঙ্গাজল মাদ্রাসা থেকে আলীম সিলেট সরকারী আলীয়া থেকে ফাজিল ও কামিল ২০০৩ সালে সমাপ্তকরেন ৷

কর্ম জীবন :- বহুমূখী প্রতিভার অধিকারী হাফিজ মাওঃ এনামুল হক জামিয়া মাসুমিয়া সিলেট এ প্রথম শিক্ষকতা পেশায় নিয়োজিত হোন ২০০৩,০৪ সাল পর্যন্ত ৷পাশাপাশি সিলেট নগরীর সুবিদ বাজার লন্ডনী রোড জামে মসজিদের খতিব হিসাবে দায়িত্ব পালন করেন ৷ শেখান থেকে তিনি ২০০৬ সালে লন্ডন চলেযান ৷ সেখানে স্ব-পরিবারে অবস্তান করছেন আজ অবদী ৷ সেখানে ম্যানর পার্ক বায়তুর রহমান জামে মসজিদের ইমাম ও খতিব হিসাবে দায়িত্ব পালন করছেন ৷ এছাড়াও লন্ডন প্লাস্টু জামেয়া ইসলামীয়ার সেক্রেটারী ও লন্ডন মহানগর খেলাফত মজলিসের সভাপতির দায়িত্ব পালন করছেন

অবদান :- প্রিন্সিপাল এনামুল হক সাহেব দ্বীন প্রচারের কাজে নিজের মেধা সময় ও শ্রম ব্যয়ে করে যাচ্ছেন তিনি নিয়মিত কোরআনের তাফছির করে যাচ্ছেন বিশ্বের বিভিন্ন প্রান্তে ইসলামী সেমিনার সম্মেলন সমূহে
ইসলামী জীবন সম্পর্কে যরুরী মাসআলা সমূহ বয়ান করেযাচ্ছেন যার দ্বারা সমাজ ও ব্যক্তির অনেক উপকার হচ্ছে ৷ তিনি হাড়িকান্দী মাদ্রাসায় ছাত্র তাকাকালিন প্রিন্সিপাল হজরত আল্লামা শায়েখ আব্দুল গণী রাহঃ এর বিশেষ সন্নিধ্য প্রাপ্তছিলেন ৷শায়খের ইন্তেকালের পূর্বেই ২০১৪ সালে জামেয়ার বার্সিক সম্মেলনে সাধারন যনতার সামনে হাড়িকান্দীর নাইবে মুহতামীম হিসাবে নিযুক্তকরেন ৷হজরতের ইন্তেকালের পর ২০১৬ সালে এলাকাবাসী সকলের সর্বসম্মতিক্রমে হাড়িকান্দী মাদ্রাসার প্রিন্সিপাল হিসাবে দায়িত্বভার গ্রহন করেন ৷অদ্যবধী সেই দায়িত্ব শুনামের সাথে পালন করেযাচ্ছেন৷ তার স্বপ্নহলো জামেয়া হাড়িকান্দীকে সিলেট বিভাগের মধ্যে একটি মডেল মাদ্রাসা হিসাবে প্রতিস্টিত করা ৷ ইতিমধ্যে ২০১৯ শালের ফেব্রুয়ারীতে জামেয়ার শতবার্সিকী সম্মেলন উনার নেতৃত্বে শফলতার সাথে পালন হয়েছে ৷ মহান প্রভূ উনার আশা ও স্বপ্নকে বাস্তবায়ন করতে হিম্মতে অফুরান বরকত দান করুন আমীন

মোবাইল :- +447853150744

Manual8 Ad Code

তথ্য দানকারীর নাম :- মাওঃ আব্দুল হামিদ জালাল

তথ্য দানকারীর মোবাইল :- ০১৭২৪৭৫৭৫৩৮

Spread the love

Manual1 Ad Code
Manual3 Ad Code