জামিয়া সুবহানিয়া মাহমুদ নগর তুরাগ ঢাকা

December 02 2018, 03:23

qowmipedia.com,

প্রতিষ্ঠানের নাম :- জামিয়া সুবহানিয়া মাহমুদ নগর তুরাগ ঢাকা

প্রতিষ্ঠানের ঠিকানা :- ধউর, পুলিশ ফাঁড়ি, তুরাগ ঢাকা

প্রতিষ্ঠা কাল :- 22মে 1998

প্রতিষ্ঠাতা :- আল্লামা নুর হোসাইন কাসেমী

প্রতিষ্ঠাকালিন মুহতামিম :- আল্লামা নুর হোসাইন কাসেমী

প্রতিষ্ঠাকালিন শিক্ষকবৃন্দ :- মাওলানা আবু সাবের আব্দুল্লাহ
মাওলানা আবু সালেহ
মাওলানা উবায়দুল্লাহ ফারুক
মাওলানা আবুল খায়ের
মাওলানা ফায়েক
মাওলানা হেমায়েত উদ্দীন

প্রতিষ্ঠাকালিন জামাত সংখ্যা,বর্তমান সমাপনী জামাত / মাদরাসা দাওরায়ে হাদিস পর্যন্ত হলে্ এর উদ্বোধনীর সন :- প্রতিষ্ঠাকালিন জামাত দাওরায়ে হাদিস।
দাওরায়ে হাদিস উদ্বোধন 1999

প্রতিষ্ঠাকাল থেকে চলমান সময় পর্যন্ত কৃতি শিক্ষার্থীর নাম, তাদের বর্তমান সামাজিক- অবস্থান :- মাওলানা আব্দুল্লাহ আল ফারুক, বিশিষ্ট লেখক, অনুবাদক ও সাহিত্যিক
মুফতি শফীকুল ইসলাম কাসেমী. মুহাদ্দিস ও লেখক,নাজেমে দারুল ইকামা, উক্ত জামিয়া ।
মাওলানা আমীনুল ইসলাম মিলন, সাবেক জমিয়ত ছাত্র নেতা ।।বিশিষ্ট ওয়ায়েজ, ও প্রিন্সিপাল সাভার।
মাওলানা ফেরদৌস, সাবেক জমিয়ত ছাত্র নেতা
মাওলানা রুহুল আমিন, মোহতামিম টাঙ্গাইল
মাওলানা নুরুদ্দিন, প্রিন্সিপাল, মোমেনশাহি
মাওলানা মুফতি উবায়দুল্লাহ কাসেমী. বিশিষ্ট ওয়ায়েজ, ও সাহিত্যিক, কুমিল্লা
মাওলানা ইউনুস আহমদ কাসেমী, প্রিন্সিপাল ও খতীব, উত্তরা ।
মাওলানা শামিম আহমদ কাসেমী, সাবেক মুহাদ্দিস, মুসলিমবাগ মাদরাসা।
মাওলানা জহীরুল ইসলাম, প্রিন্সিপাল, কুমিল্লা দাওয়াতুল হক তালিমুল কুরআন মাদরাসা।
মাওলানা আবুল কালাম আজাদ কুমিল্লা , মুহাদ্দিস, উক্ত জামিয়া
মাওলানা হাবিবুর রহমান, কুমিল্লা, সাবেক প্রিন্সিপাল, দাওয়াতুল হক তালিমুল কুরআন মাদরাসা।

অত্র অঞ্চলের মানুষকে নিরক্ষরতা দূরিকরণে মাদরাসার ইতিবাচ ভূমিকা, মানুষের সামাজিক সাংস্কৃতিক দৈনতার পরিবর্তনে প্রতিষ্ঠানের অবদান :- অত্র অঞ্চলের মানুষকে নিরক্ষরতা দূরিকরণে মাদরাসার ইতিবাচ ভূমিকা, মানুষের সামাজিক সাংস্ক্রিতিক দৈনতার পরিবর্তনে প্রতিষ্ঠানের অবদান হিসেবে অত্র জামিয়া বিভিন্ন উদ্যোগ গ্রহন করে আসছে,তার মধ্যে উল্লেখ যোগ্য কিছু হল
1,প্রতি মাসের প্রথম বৃহঃবার ইসলাহী মজলিস
2,হতদরিদ্র মানুষদের বিনামুল্যে পড়াশুনার সুযোগপ্রদান
3,অভাবিদের আর্থিক সহায়তা
4,প্রচলিক সকল বেদআত দুরকরনার্থে মাসিক তরবিয়াতি ইজতেমা
5,জাতীয় সমস্যা দুর করতে \\”জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ\\”এর উদ্যোগে বিভিন্ন প্রোগ্রাম বাস্তবায়ন৷
6)কয়েকটা ভাষায় ছাত্রদেরকে পারদর্শী করে গড়ে তুলা, যেমন আরবি, উর্দু, বাংলা, প্রাথমিক ইংলিশ।প্রাথমিক ফার্সী।

মাদরাসার স্বর্নোজ্বল ইতিহাস :- দারুল উলুম দেওবন্দের পুরাপুরি অনুসরন ও অনুকরণ।
2018সাল রমজানুল মোবারকে আফ্রিকা থেকে আগত ইব্রাহীম আফ্রিকী সাহেব সহ দেড় হাজার উলামায়ে কেরাম এতেকাফ করেন।যিনি দারুল উলুম দেওবন্দের এক সময়ের প্রধান মুফতি ছিলেন।
এই জামিয়ার সবচেয়ে বড় অবাক করা বিষয় হলো… মুতাওয়াল্লি প্রথমে এক জামাতে ইসলামীর লোকের কাছে মাদরাসার জায়গাটা দান করেছিলেন. পরবর্তিতে উনার সন্তান আবুল মুকাররম ফিরোজ সাহেব উনার বাবা মাওলানা আব্দুস সুবহান কে স্বপ্নে দেখেন, উনি বললেন, তুমি তো ভাল লোকের কাছে জায়গা দাওনি, পরে উনি ঘুম থেকে উঠে পেরেশান হয়ে যান, কয়েকদিন পরে আল্লামা নুর হোসাইন কাসেমী কে পেয়ে উনার কাছে মাদরাসার পুরা নয়ভিগা জায়গা দান করেন।
এবং ওই রাতেই স্বপ্ন দেখেন বাবাকে. বললেন এবার ভাল লোকের কাছে দিয়েছো……..

মাদরাসার বর্তমান অবস্থা বর্ণনা করে আগামীর পরিকল্পনা :- মাদরাসা সুষ্ঠ পরিচালনায় চলছে আলহামদুলিল্লাহ ।আগামযি প্রজন্মের প্রতিটা শিশু কিশোর কে ইসলামী শিক্ষার পাশাপাশি জাগতিক শিক্ষা প্রদান ও বিশেষভাবে ইংলিশ ও কম্পিউটার প্রশিক্ষনের প্রতি গুরুত্ব প্রদান ।সমাজের রন্ধ্রে রন্ধ্রে ইসলামের মৌলিক আবেদনগুলো তুলে ধরা।জনগনকে সাথে চলার এক যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে জামিয়ার মহা পরিচালক আল্লামা নুর হোসাইন কাসেমী ।দেশ ও জনগনের আস্থাভাজন এই মাদরাসা সমাজের সৃ্ব সেক্টরে ইসলামের বানী পৌছে দেয়ার সর্বাত্মক‌ প্রচেষ্টায় মগ্ন জামিয়ার সকল উস্তাদ বৃন্দ।

মাদরাসাটি যে বোর্ডের অধিনে :- বেফাকুল মাদারিসিল কওমিয়্যাহ ও আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতুল কওমিয়্যাহ বাংলাদেশ।

মাদরাসার হিসাব ব্যাবস্থা / ফান্ড:- বাংলাদেশ অডিট ভবন কতৃক হিসাব ব্যাবস্থা পরিচালনা করা হয়।

বর্তমান মুহতামিম :- আল্লামা নুর হোসাইন কাসেমী

বর্তমান মুহতামিমের মোবাইল নাম্বার :- 01712789220

বর্তমান শিক্ষাসচিব :- মুফতি মুহিউদ্দীন মাসুম

বর্তমান শিক্ষকবৃন্দের তালিকা :- মুফতি শফিকুল ইসলাম কাসেমী
মাওলানা আবুল খায়ের
মাওলানা খাইরুল্লাহ কাসেমী
মাওলানা শরীফুল ইসলাম কাসেমী
মাওলানা হুসাইন আহমদ কাসেমী
মাওলানা আবুল কালাম আজাদ
মাওলানা মুস্তাফিজুর রহমান
মাওলানা ইলিয়াস হুসাইন
মাওলানা আব্দুল আহাদ আনসারী
মাওলানা আশরাফুল ইসলাম
মাওলানা মফিজুল ইসলাম
মাওলানা অলিউল্লাহ
মাওলানা রমজান আলি
মাওলানা ফয়জুল্লাহ
মাওলানা উবায়দুল্লাহ
মাওলানা আব্দুল কাইয়ুম
মাওলানা জয়নাল আবেদীন
মাওলানা আনোয়ার শাহ
মাওলানা হারুনুর রশীদ
মাওলানা সিরাজুল ইসলাম
মাস্টার আল আমিন
কাউসার আহমাদ
রেজাউল করিম মুকুল

চলমান মোট ছাত্র সংখ্যা :- ৮০০

চলমান দাওরায়ে হাদিস ছাত্র সংখ্যা :- ২৫

চলমান ছাত্রাবাসে অবস্থান রত ছাত্র সংখ্যা :- ৭৫০

তথ্য দানকারীর নাম :- Gfmsaidulalam

তথ্য দানকারীর মোবাইল :- 01797265425

তথ্য দানকারীর ইমেইল :- Hmsaidulalam@gmail.com

Spread the love