ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশ বসুন্ধরা

March 10 2021, 06:45

qowmipedia.com,

প্রতিষ্ঠানের নামঃ-
مرکز الفکر الاسلامی بنغلادیش، بشوندرا، داکا۔ ۱۲۲۹
ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশ, বসুন্ধরা, ঢাকা-১২২৯
যাতায়াতঃ-
ঢাকার যে কোন স্থান থেকে বসুন্ধরা, যমুনা ফিউচার পার্ক, ওখান থেকে বসুন্ধরা অবাসিক প্রকল্প D-Block (বড় মসজিদ) ফক্বীহুল মিল্লাত রোড।

শিক্ষা জাতির মেরুদণ্ড। শিক্ষা জাতির উন্নতির সোপান। শিক্ষা সুশীল সমাজ বিনির্মাণের চাবিকাঠি। সুন্দর সমাজ গড়ার পূর্ব শর্ত। সকল প্রকার অসভ্যতা দূর করার প্রধান হাতিয়ার। তবে মানব রচিত কোন শিক্ষা ব্যবস্থা নয় বরং একমাত্র খোদাপ্রদত্ত কুরআান-সুন্নাহর শিক্ষাই মানুষের জাগতিক ও পরকালীন সফলতা আনতে পারে।
বাদশা আলমগীর এর ইন্তেকালের পর পলাশী পর্যন্ত সমকাল ছিল মুসলমানদের সামগ্রিক ইতিহাসের এক অন্ধকার যুগ। আঠারো শতকের শিল্প বিকল্পের পর ব্রিটিশরা সারাবিশ্বে সাম্রাজ্য বিস্তার শুরু করে। এক পর্যায়ে ভারতবর্ষ মুসলমানদের হাতছাড়া হয়ে যায়। মুসলমানদের ঈমান, আমল, আকীদা-বিশ্বাস, শিক্ষা, সংস্কৃতি ও সভ্যতা কঠিন হুমকির মুখে পড়ে। ব্রিটিশদের আগ্রাসনের শিকার হয় এ দেশের ঐতিহ্যবাহী ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলো। তাদের ষড়যন্ত্রে বিলুপ্ত হয় শতাব্দীর পর শতাব্দী ধরে চলে আসা ধর্মভিত্তিক একমুখী শিক্ষা ব্যবস্থা। ইসলামী শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে ব্রিটিশরা তাদের সুনির্দিষ্ট লক্ষ্যকে সামনে রেখে 1835 সালে সেকুলার শিক্ষা ব্যবস্থার প্রবর্তন করেন। এতে মুসলমানদের বিরুদ্ধে তাদের ষড়যন্ত্র আরো পাকাপোক্ত হয়।

ব্রিটিশ প্রবর্তিত শিক্ষাব্যবস্থার বিষ ফল হতে উপমহাদেশের সরলপ্রান মুসলমানদের ঈমান-আকিদা ও তাহজিব তামাদ্দুন কে হেফাজত করতে ইসলামী শিক্ষার ব্যাপক প্রসারের দৃঢ় প্রত্যয় নিয়ে 1866 সালে প্রতিষ্ঠিত হয় বিখ্যাত ইসলামী বিদ্যাপীঠ দারুল উলুম দেওবন্দ।  মূলত দারুল উলুম দেওবন্দ ছিল ইসলাম ও স্বাধীনতা রক্ষা আন্দোলনে উৎসর্গিত প্রাণ এক প্রতিষ্ঠান। তৎকালীন উপমহাদেশের দূরদর্শী ওলামায়ে কেরামের আজন্মলালিত চেতনার প্রাতিষ্ঠানিক রূপায়ন।

উপমহাদেশে ইসলামের সঠিক শিক্ষা ও আদর্শ বাস্তবায়নের মাধ্যমে আদর্শিক রাজনৈতিক ও মনস্তাত্ত্বিক গোলামির শৃংখল থেকে দেশ ও জাতিকে মুক্ত করাই ছিল দারুল উলুম দেওবন্দের চেতনা। এই চেতনা বিস্তারের লক্ষ্যে দারুল উলুম দেওবন্দের আদলেই গড়ে তোলা হয় মাজাহেরে উলুম সাহারানপুর সহ অনেক বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান। পর্যায়ক্রমে গোটা উপমহাদেশে গড়ে ওঠে এ ধারার অসংখ্য মাদ্রাসা। আমাদের দেশে প্রচলিত কওমী মাদ্রাসাগুলো তারই বাস্তব নমুনা। ইসলামিক রিসার্চ সেন্টারও বিখ্যাত ইসলামী বিদ্যাপীঠ দারুল উলুম দেওবন্দের আলোকে যুগোপযোগী শিক্ষা কারিকুলামে পরিচালিত একটি শীর্ষস্থানীয় বৃহত্তম ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান।

এক নজরে ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশ

অবস্থান
রাজধানী ঢাকার অন্যতম অভিজাত এলাকা গুলশান বারিধারা সংলগ্ন বসুন্ধরা আবাসিক প্রকল্পের মনোরম পরিবেশে বিশাল দেহ পল্লবী নিয়ে দন্ডায়মান ঐতিহ্যবাহী ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশ। মহিউস সুন্নাহ হযরত মাওলানা শাহ আবরারুল হক হারদূয়ী রহ. এর পৃষ্ঠপোষকতায় এবং ফক্বীহুল মিল্লাত মুফতি আব্দুর রহমান (১৯২০-২০১৫) রহ. এর সার্বিক ব্যবস্থাপনায়  1991 সালে শুরু হয় অত্র প্রতিষ্ঠানের পথ চলা।

বর্তমান পরিচালকঃ-
হযরত ফক্বীহুল মিল্লাত রহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য সাহেবজাদা আল্লামা মুফতি আরশাদ রহমানী দা:বা:

চলমান ছাত্র সংখ্যাঃ
মোট ছাত্র: ১,৫০০ (দেড় হাজার)
দাওরা মাস্টার্স: ৪,০০ (চারশত)
আবাসিক: ১,৫০০ (সবাই)

বর্তমানে মাদরাসাটি আল-হাইয়্যাতুল উলয়া লিল-জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ ও
তানযিমুল মাদারিসিদ দ্বীনিয়া বাংলাদেশের অধীনে।

আদর্শঃ-
“ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশ” বিখ্যাত মাদারে ইলম দারুল উলুম দেওবন্দের সিলসিলা ভুক্ত আহলে সুন্নাহ ওয়াল জামাতের আদর্শ ভিত্তিক একটি বৃহত্তর দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান।

মূল লক্ষ্য ও উদ্দেশ্যঃ-
১. ইলমে দ্বীনের হেফাজত ও তার ব্যাপক প্রচারের মাধ্যমে আহকামে খোদাওন্দি ও সুন্নাতে নববী প্রতিষ্ঠার লক্ষ্যে নিয়ম তান্ত্রিক তালিম ও তরবিয়তের মাধ্যমে হাক্কানী আলেম তৈরি করত:  তাদেরকে বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে দেশ ও জাতির জন্য উপযুক্ত করে গড়ে তোলা।
২. আকায়েদে আহলে সুন্নাত ওয়াল জামা’আত ও ফিক্বহে হানাফীর সংরক্ষণ এবং দেওবন্দী সিলসিলায়ে তালিম ও তরবিয়তের যথাযথ বাস্তবায়ন করা।
৩. ইসলাম বিদ্বেষী খোদাদ্রোহীদের নিয়ম তান্ত্রিক মোকাবেলা পূর্বক সমাজ থেকে নাস্তিক্যবাদ ও শিরক-বিদ’আতের মুলোৎপাটনের মাধ্যমে সর্বস্তরে ইসলামী সমাজ ব্যবস্থার প্রবর্তন করা।

শিক্ষাক মণ্ডলীঃ-
বিশ্ব বিখ্যাত দারুল উলুম দেওবন্দ (ভারত), দারুল উলুম করাচী (পাকিস্তান), মদিনা ইউনিভার্সিটি (সৌদি আরব), দারুল উলুম হাটহাজারী (চট্টগ্রাম) ও জামিয়া ইসলামিয়া পটিয়া (চট্টগ্রাম) কর্তৃক সর্বোচ্চ ডিগ্রীপ্রাপ্ত বিশেষজ্ঞ মুফতিয়ানে কেরাম, মুহাদ্দিসীনে কেরাম ও দ্বীনের প্রশিক্ষকগণের সার্বিক তত্ত্বাবধানে’ই অত্র প্রতিষ্ঠান পরিচালিত।
-আসাতিযায়ে কেরামের নাম, পদবী এবং মোবাইল নাম্বার নিম্নরূপঃ-

১. আল্লামা মুফতী আরশাদ রাহমানী
-মহাপরিচালক ও শাইখুল হাদীস
ফটিকছড়ি, চট্টগ্রাম, ।
দাওরা (মাস্টার্স): জামিয়া ইসলামিয়া পটিয়া, চট্টগ্রাম।
ইফতাঃ জামিয়া ইসলামিয়া পটিয়া, চট্টগ্রাম।
বিশিষ্ট খলীফাঃ হযরত শাহ্ আবরারুল হক হারদূয়ী রহ.
শাইখুল হাদীসঃ জামিয়াতুল আবরার (বসুন্ধরা, রিভারভিউ) পোস্তগুলা ব্রীজের বিপরীত পার্শ হাসনাবাদ।
জামিয়া মাদানিয়া কাশেফুল উলূম শোলকবহর, চট্টগ্রাম, বাংলাদেশ।
আল-জামিয়াতুল ইসলামিয়া কাসেমুল উলূম জামিল মাদরাসা বগুড়া।
চ্যেয়ারম্যানঃ তানযিমুল মাদারিসিদ দ্বীনিয়া বাংলাদেশ শিক্ষা বোর্ড।
সহ-সভাপতিঃ আল-হাইয়্যাতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়া আরাবিয়া বাংলাদেশ শিক্ষা বোর্ড।
কেন্দ্রীয় নায়েবে আমীরঃ হেফাজতে ইসলাম বাংলাদেশ।

01819-469667

 

২. মুফতী এমদাদুল হক (সূফী)
-শাইখুল হাদীস
ঈদগাঁহ, কক্সবাজার।
দাওরা ইফতাঃ জামিয়া ইসলামিয়া পটিয়া, চট্টগ্রাম।
খলীফাঃ শাহ্ আলী আহমদ বোয়ালবী রহ. পরবর্তী নেসবত ফক্বীহুল মিল্লাত রহ.
01830-689037

৩. মুফতী ইনআ’মুল হক কাসেমী
-প্রধান মুফতী ও মুহাদ্দীস
রাঙ্গুনিয়া,চট্টগ্রাম।
প্রাথমিক শিক্ষাঃ আল-জামিয়াতুল আহলিয়া মঈনুল ইসলাম হাটহাজারী, চট্টগ্রাম।
দাওরা মাস্টার্সঃ দারুল উলুম দেওবন্দ, ভারত।
উচ্চতর ইসলামি ফিক্বহ ও গবেষনাঃ দারুল উলুম দেওবন্দ, ভারত।
সহ-সভাপতিঃ হেফাজতে ইসলাম বাংলাদেশ।
01817-571347

৪. আল্লামা হারুন বুখারী
-শাইখে সানী
সেনবাগ, নোয়াখালী।
দাওরা মাস্টার্সঃ দারুল উলূম আল-হুসাইনিয়া উলামাবাজার ফেনী।
পূণরায় দাওরাঃ জামিয়া ইসলামিয়া পটিয়া, চট্টগ্রাম।
উচ্চতর তাফসির গবেষণাঃ  আরজাবাদ, মিরপুর, ঢাকা।
সাবেক শাইখুল হাদীসঃ জামিয়া কাসেমুল উলূম জামিল মাদরাসা, বগুড়া।
01818-768415

৫. মুফতী শাহেদ রহমানী
-নির্বাহী পরিচালক
চট্টগ্রাম, ফটিকছড়ি।
ইসলামি আইন গবেষণাঃ দারুল উলূম করাচী।
01815-515960

৬. মুফতী আব্দুর রহমান কক্সবাজারী
-মুফতী মুহাদ্দীস
ইনানী, কক্সবাজার।
দাওরা মাস্টার্সঃ জামিয়া ইসলামিয়া পটিয়া, চট্টগ্রাম।
ইসলামি আইন ও ফিক্বহঃ জামিয়া ইসলামিয়া  পটিয়া।
01712-823327

৭. মুফতী সুহাইল আহমদ
-মুফতী ও মুহাদ্দীস, নাযেমে মাতবাখ
বাঁশখালী,চট্টগ্রাম।
দাওরা মাস্টার্সঃ জামিয়া ইসলামিয়া পটিয়া, চট্টগ্রাম।
ইসলামি আইন ও ফিক্বহঃ জামিয়া ইসলামিয়া পটিয়া, চট্টগ্রাম।
বিশিষ্ট খলীফাঃ হযরত শাহ্ আবরারুল হক (হারদূয়ী) রহ.
01816-334481

৮. মুফতী রফিকুল ইসলাম আল-মাদানী
-মুশরীফে আ’লা হাদীস ও তাফসীর বিভাগ
হবিগঞ্জ, মাধবপুর, রাজাপুর।
প্রাথমিক শিক্ষাঃ হরশপুর মাদরাসা হবিগঞ্জ।
মাধ্যমিক শিক্ষাঃ জামিয়া ইসলামিয়া পটিয়া চট্টগ্রাম।
দাওরা মাস্টার্সঃ আল-জামিয়াতুল আহলিয়া মঈনুল ইসলাম হাটহাজারী, চট্টগ্রাম।
উচ্চশিক্ষাঃ দারুল উলূম দেওবন্দ (ভারত)।
লিসান্সঃ মদিনা ইউনিভার্সিটি সৌদিআরব।
উচ্চতর ইসলামী ফিক্বহ ও আইন গবেষনা বিভাগঃ ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশ, বসুন্ধরা, ঢাকা ১২২৯
খলীফাঃ ফক্বীহুল মিল্লাত মুফতী আব্দুর রহমান রহ.
📧 madani786@gmail.com
www.peacereal.com
01979-209109
01766-673222

৯. মুফতী আব্দুস সালাম
-মুফতী ও মুহাদ্দীস
টাঙ্গাইল, কালিহাতী।
দাওরা মাস্টার্সঃ আল-জামিয়াতুল আহলিয়া মঈনুল ইসলাম হাটহাজারী, চট্টগ্রাম।
উচ্চতর ফিক্বহ ও হাদীস গবেষণাঃ পাকিস্তান
01720-984976

১০. মুফতী আবু সাদেক কাসেমী
-নাযিমে তালীমাত
কুমিল্লা।
দাওরা মাস্টার্সঃ জামিয়া আরাবিয়া ইমদাদুল উলূম ফরিদাবাদ, ঢাকা।
উচ্চতর ডিগ্রী(ইসলামী আইন, লিসান্স, আরবী সাহিত্য গবেষণা) দারুল উলূম দেওবন্দ, ভারত।
01816-257852

১১. মাওলানা হাসান সাহেব
-সহকারী তালীমাত ও নাযেমে কুতুবখানা
রামু, কক্সবাজার।
দাওরা মাস্টার্সঃ জামিয়া ইসলামিয়া পটিয়া, চট্টগ্রাম।
সাবেক উস্তাদঃ জামিয়া ইসলামিয়া পটিয়া, চট্টগ্রাম।
01830-175741

১২. মুফতী এহসানুল্লাহ
-মুফতী ও মুহাদ্দীস
আনোয়ারা, চট্টগ্রাম।
দাওরা মাস্টার্সঃ জিরি মাদরাসা, চট্টগ্রাম।
ইফতাঃ ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশ, বসুন্ধরা, ঢাকা।
01815-058258

১৩. মুফতী মুঈন উদ্দীন
-নাযেমে দারুল ইকামা
চট্টগ্রাম, ফটিকছড়ি।
দাওরা মাস্টার্সঃ জামিয়া ইসলামিয়া উবাইদিয়া নানুপুর, ফটিকছড়ি, চট্টগ্রাম।
ইফতাঃ ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশ, বসুন্ধরা, ঢাকা।
01815-630922

১৪. মুফতী শরিফ আজম
-সহকারী মুফতী ও মুহাদ্দীস
ঢাকা, মিরপুর।
প্রাথমিক শিক্ষাঃ আরজাবাদ, মিরপুর, ঢাকা।
দাওরা মাস্টার্সঃ দারুল উলূম দেওবন্দ, ভারত।
ইফতাঃ রিসার্চ সেন্টার বসুন্ধরা ও  শাহী মুরাদাবাদ।
01916-740780

১৫. মুফতী জিয়াউর রহমান কাসেমী মাজাহেরী
-সহকারী নাযেমে দারুল ইকামা
কিশোরগঞ্জ, মিঠামইন।
প্রাথমিক শিক্ষাঃ জামিয়া ইসলামিয়া ভৈরব, কমলপুর, কিশোরগঞ্জ।
দাওরা- মাস্টার্সঃ দারুল উলুম দেওবন্দ, ভারত।
উচ্চতর ইসলামী ফিক্বহ ও গবেষনাঃ মাজাহিরুল উলুম সাহারানপুর।
সাবেক মুফতী ও মুহাদ্দীসঃ জামিয়া ইসলামিয়া বাইতুন নূর সায়দাবাদ, যাত্রাবাড়ী, ঢাকা।
01916-079407

১৬. মুফতী মুজ্জাম্মেল হক
-মুফতী ও মুফাসসির
আনোয়ারা, চট্টগ্রাম।
দাওরা মাস্টার্সঃ দারুল উলুম দেওবন্দ ভারত। উচ্চতর ফিক্বহ ও ইসলামী আইন গবেষনাঃ দারুল উলুম দেওবন্দ, ভারত।
01867-999921

১৭. মুফতী ইমতিয়াজ আলম কাসেমী
-মুফতী ও মুহাদ্দীস
রংপুর, সৈয়দপুর।
দাওরা মাস্টার্সঃ দারুল উলুম দেওবন্দ ভারত। উচ্চতর ফিক্বহ ও ইসলামী আইন গবেষনাঃ দারুল উলুম দেওবন্দ, ভারত।
01723-622024

১৮.  মুফতী মাহমুদ হাসান
-সহকারী মুফতী
নোয়াখালী।
দাওরা মাস্টার্সঃ আল জামিয়াতুল ইসলামিয়া মাইজদী (আল-আমীন মাদরাসা) নোয়াখালী।
লিসান্সঃ ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশ, বসুন্ধরা, ঢাকা।
ইসলামিক আইন ও ফিক্বহ শাস্ত্র গবেষণাঃ ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশ, বসুন্ধরা, ঢাকা।
01948-770854

১৯. মুফতী আব্দুল কাদের
-তাফসির বিভাগ
বি-বাড়িয়া, সরাইল, অরুয়াইল।
প্রাথমিক শিক্ষাঃ জামিয়া ইসলামিয়া দারুল আরকাম বি-বাড়িয়া।
দাওরা মাস্টার্সঃ জামিয়া ইসলামিয়া দারুল উলুম ভৈরব, কমলপুর, কিশোরগঞ্জ।
উচ্চতর তাফসীর গবেষণাঃ মারকাজুল উলুম আল ইসলামিয়া মান্ডা, মুগদা, ঢাকা।
লিসান্সঃ ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশ, বসুন্ধরা, ঢাকা।
01964-919391

২০. মুফতী মুহিব্বুর রহমান
-তাফসির বিভাগ
কিশোরগঞ্জ, তাড়াইল।
ইফতাঃ
01717-473922

২১. ক্বারী মাওঃ আব্দুল মা’বুদ
-প্রধান ক্বারী
মহেশখালী, কক্সবাজার।
দাওরা মাস্টার্সঃ জামিয়া ইসলামিয়া পটিয়া, চট্টগ্রাম।
কিরাত বিভাগের সাবেক সিনিয়র উস্তাদঃ জামিয়া ইসলামিয়া পটিয়া, চট্টগ্রাম।
01818-672178

২২. ক্বারী মাওঃ ফয়েজ উদ্দীন
-সহকারী ক্বারী
নওগাঁ।
উচ্চতর কেরাত গবেষণাঃ ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশ, বসুন্ধরা, ঢাকা।
01728-405246

২৩. ক্বারী মাওঃ জসিম উদ্দীন
-কিরাত বিভাগ
ঈদগাঁহ, কক্সবাজার।
দাওরা মাস্টার্সঃ জামিয়া ইসলামিয়া পটিয়া, চট্টগ্রাম।
উচ্চতর কিরাতঃ দারুল উলূম দেওবন্দ, ভারত।
আরবী সাহিত্যঃ নদওয়াতুল উলামা ভরত।
01937-417448

২৪. ক্বারী মাওঃ জয়নুল আবেদীন
-কিরাত বিভাগ
পাবনা।
উচ্চতর কেরাত গবেষণাঃ ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশ, বসুন্ধরা, ঢাকা।
01937-497446

২৫. মুফতী বেলাল আহমদ
-সহকারী নাযেমে মাতবাখ
মোমেনশাহী।
উচ্চতর ইসলামী ফিক্বহ ও আইন গবেষণাঃ ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশ, বসুন্ধরা, ঢাকা।
01712-508112

২৬. ক্বারী মাওঃ আব্দুল করীম
-মুঈনে নাযেমে মাতবাখ
আনোয়ারা, চট্টগ্রাম।
01824-667032

২৭. মাওঃ আব্দুল আজীজ
-দফতরী
দাওরা মাস্টার্সঃ ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশ, বসুন্ধরা, ঢাকা।
01636-665977

২৮. মাওঃ আব্দুল করীম
-দফতরী
২৯. মাস্টার আবুল হাসেম
-হিসাব রক্ষক
চকোরিয়া, কক্সবাজার।
01711-803409

বিভাগ সমূহঃ-
ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশে ইসলামিক স্টাডিজের নিম্নলিখিত বিষয়গুলো শিক্ষা প্রদান করা হয়:-
১) উচ্চতর ইসলামি ফিক্বহ ও আইন গবেষণা বিভাগ
২) কেন্দ্রীয় দারুল ইফতা বা ফতওয়া বিভাগ
৩) কেন্দ্রীয় ইফতা বোর্ড
৪) সেন্টার ফর ইসলামিক ইকনোমিক্স বাংলাদেশ
৫) উচ্চতর হাদীস গবেষণা বিভাগ
৬) উচ্চতর তাফসীর গবেষণা বিভাগ
৭) উচ্চতর ইলমে কিরাত ও তাজবীদ বিভাগ
৮) দাওরায়ে হাদীস (মাস্টার্স) ও মেশকাত (অনার্স)
৯) হিফজুল কোরআন বিভাগ

আত-তাখাসসুস ফিল ফিকহিল ইসলামী (উচ্চতর ইসলামী ফিক্বহ ও আইন গবেষণা বিভাগ)-
এটি অত্র প্রতিষ্ঠান অতি গুরুত্বপূর্ণ বিভাগ। অত্র বিভাগে উপমহাদেশের প্রসিদ্ধ জামিয়া- মাদ্রাসা হতে দাওরায়ে হাদীস (মাস্টার্স) এর পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী ছাত্রদের ভর্তি করা হয়। দুই বছর ব্যাপী কোর্স সম্বলিত এই বিভাগে অধ্যায়নরত ছাত্রদেরকে সুদক্ষ মুফতী ও ইসলামী আইন বিশারদ দ্বারা ফিক্বহ ও ফতওয়া শাস্ত্রে অভিজ্ঞ রূপে গড়ে তোলার চেষ্টা করা হয়। যাতে করে শিক্ষার্থীগণ ইসলামী আইনের বাস্তবায়ন ও সমাজে সৃষ্ট সমস্যাবলির শরীয়াহ ভিত্তিক সমাধানে যথাযথ ভূমিকা রাখতে সক্ষম হয়।

 কেন্দ্রীয় দারুল ইফতা-
অত্র বিভাগ মানবজীবনের পারিবারিক, সামাজিক ও ব্যাবসায়িক সমস্যাবলীর কোরআন-সুন্নাহ তথা শরীয়াহ ভিত্তিক সমাধান ও সর্বজন গ্রাহ্য মত প্রদানের কাজ আঞ্জাম দানে সর্বক্ষণ নিয়োজিত। দেশ-বিদেশ থেকে প্রেরিত সর্ব প্রকার সমস্যার লিখিত, মৌখিক ও টেলিফোনের মাধ্যমে সমাধান এই বিভাগ থেকেই দেওয়া হয়। এতে বর্তমানে 10 জন মুফতীয়ানে কেরাম কর্তব্যরত আছেন।

কেন্দ্রীয় ইফতা বোর্ড-
দেশের শীর্ষ স্থানীয় মুফতীয়ানে কেরামের সমন্বয়ে এটি গঠিত। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিবেচিত সমস্যাবলীর ব্যাপারে সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহণ এ বোর্ডের অন্যতম প্রধান কাজ। এ বোর্ডের তত্ত্বাবধানে গবেষণামূলক সেমিনার অনুষ্ঠিত হয়।  সেমিনারে বোর্ডের শীর্ষস্থানীয় মুফতীয়ানে কেরাম আলোচ্য বিষয়ের উপর তাত্ত্বিক প্রবন্ধ রচনা ও উপস্থাপনের মাধ্যমে সম্মিলিত সিদ্ধান্ত উপনীত হন।

আত-তাখাসসুস ফিল ইকতিসাদিল ইসলামী ওয়াল বুনূক(সেন্টার ফর ইসলামিক ইকোনমিক্স) (উচ্চতর ইসলামী অর্থনীতি ও ব্যাংকিং বিভাগ)-
এই বিভাগে দাওরায়ে হাদীসে প্রথম শ্রেণীতে উত্তীর্ণ ছাত্রদেরকে ইসলামী ব্যাংকিং ও ফাইন্যান্স এর উপর বিশেষ জ্ঞান অর্জন করার জন্য ভর্তি করা হয়।

আত-তাখাসসুস ফি উলূমিল হাদীস (উচ্চতর হাদীস গবেষণা বিভাগ)-
দুই বৎসর কোর্স সম্বলিত এ বিভাগে দাওরায়ে হাদীসে প্রথম শ্রেণীতে উত্তীর্ণ মেধাবী ছাত্রদেরকে উচ্চ ডিগ্রীপ্রাপ্ত বিশিষ্ট হাদীস বিশারদগণের তত্ত্বাবধানে প্রায় দেড় হাজার বৎসর পূর্বে হতে চলে আসা হাদীস বিশারদগণ কর্তৃক প্রবর্তিত হাদীস শরীফ সংরক্ষণের মূলনীতির আলোকে হাদীসের উচ্চ জ্ঞান ও মৌলিক বিষয়ের উপর বিশেষভাবে প্রশিক্ষণ দেওয়া হয়।

আত-তাখাসসুস ফি উলূমিত তাফসীর (উচ্চতর তাফসীর গবেষণা বিভাগ)-
এই বিভাগে বিশেষজ্ঞ তাফসিরবিদ আসাতিযায়ে কেরামের সার্বক্ষণিক তত্ত্বাবধানে ইসলামের সোনালী যুগের তাফসিরবিদগণ কর্তৃক প্রদত্ত তাফসীর বিষয়ক মূলনীতির আলোকে কুরআনে সারিম’এর কারীমের তাফসীর সংক্রান্ত বিষয়াদি শিক্ষা দেওয়া হয়। এক বৎসর কোর্স সম্বলিত এ বিভাগেও মাদ্রাসা শিক্ষার সর্বোচ্চস্থর দাওরায়ে হাদিসে উত্তীর্ণ শিক্ষার্থীদেরকে ভর্তি করা হয়।

আত-তাখাসসুস ফিল ক্বিরাআতিস সাবআ (উচ্চতর ইলমে কিরাত ও তাজবীদ বিভাগ)-
এই বিভাগে ইলমে কিরাত ও তাজবীদ বিষয়ে বিশেষজ্ঞ ক্বারী সাহেবদের তত্ত্বাবধানে কোরআন শরীফের বিশুদ্ধ  তেলাওয়াতের প্রশিক্ষণসহ ইলমে কিরাত ও তাজবীদ বিষয়ক মূলনীতির আলোকে কুরআনের কারীমের সাত কিরাতের বিশদ বিবরণ শিক্ষা দেওয়া হয়, দুই বৎসর কোর্স সম্বলিত এই বিভাগে ভর্তি হওয়ার জন্য দাওরায়ে হাদীস উত্তীর্ণ ছাত্র হওয়া অপরিহার্য।

 মারহালায়ে আলমিয়্যাহ -দাওরায়ে হাদীস (তাকমীল বা মাস্টার্স) ও মেশকাত (ফযীলত বা অনার্স)-
শীর্ষস্থানীয় মুরুব্বীয়ানে কেরামের বিশেষ নির্দেশে এবং ছাত্রদের আগ্রহের ভিত্তিতে 1414 হিজরী সনে হাদীসে মুকাদ্দাসের এই শ্রেণীদ্বয় চালু করা হয়। আল্লাহর মেহেরবানীতে সুযোগ্য, দক্ষ ও আত্মত্যাগী মুহাদ্দিসীনে কেরামের পরিশ্রমের মাধ্যমে এই শ্রেণীদ্বয় সুচারুরূপে পরিচালিত হয়ে আসছে।

হিফজুল কুরআন বিভাগ-
তৎসঙ্গে কোরআনে কারীমের তিলাওয়াত চর্চার নিমিত্তে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত হাফেজে কুরআন দ্বারা হিফজ বিভাগটিও চালু করা হয়। আলহামদুলিল্লাহ এ বিভাগটিও অত্যন্ত সুন্দর ভাবে পরিচালিত হয়ে আসছে।

তথ্য প্রদানকারীঃ-
মাওঃ নাজমুল হাসান সাকিব
📧 nh071027@gmail.com

Spread the love