মাওলানা আবদুল মালিক ক্বাসিমী’র সংক্ষিপ্ত পরিচিতি
June 13 2020, 10:35
নাম : আবদুল মালিক ক্বাসিমী
জন্ম: ৫ জুন, ১৯৭০ ঈসায়ী।
জকিগঞ্জ উপজেলাধীন কাজলশাহ ইউনিয়নের জামুরাইল গ্রাম।
লেখাপড়া: স্থানীয় মকতব, হাড়িকান্দি জামেয়া ও জামেয়া মাদানিয়া আঙ্গুরা মুহাম্মদপুর এবং দারুল উলুম দেওবন্দ।
(জামেয়া মাদানিয়ায় ভর্তি ইব. ৩য়। ১৯৮০ ঈসায়ী/ ১৪০০ হিজরীতে। দাওরায়ে হাদীস ১৯৯২ ঈসায়ী/ ১৪১২ হিজরী। ১৯৯৩ ঈসায়ী/ ১৪১৩ হিজরীতে পুনরায় তাকমীল ফিল হাদীস, দারুল উলুম দেওবন্দ)।
উস্তাদ বৃন্দ: (ভারত) ক্বারী শায়খ নসীর আহমদ খান রাহ., মুফতী সাঈদ আহমদ পালনপুরী রাহ., সাইয়িদ আরশাদ মাদানী দা.বা., প্রমুখ।
(বাংলাদেশ) মাওলানা আব্দুল হাই রাহ., শায়খুল হাদীস মাওলানা মুসতাক্বীম আলী রাহ., ক্বারী আব্দুস সত্তার রাহ., শায়খ জিয়া উদ্দিন সাহেব, শায়খুল হাদীস হাফিয মাওলানা মাহমুদ হুসাইন সাহেব, শায়খুল হাদীস মুফতী মুজীবুর রহমান সাহেব, শায়খ মুজীবুর রহমান সাহেব ছাতকী, শায়খ সালেহ আহমদ সাহেব জকিগঞ্জী, মাওলানা ফারুক আহমদ সাহেব, প্রমুখ। হাফিজাহুমুল্লাহু।
কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল
ইব. ৫ম: বোর্ডস্ট্যান্ড ১ম।
মুতা. ২য়: বোর্ডস্ট্যান্ড ২য়।
মুতা. ৪র্থ: বোর্ডস্ট্যান্ড ৪র্থ।
মুখতাসার: বোর্ডস্ট্যান্ড ১ম।
মেশকাত: বোর্ডস্ট্যান্ড ১ম।
দাওরাহ: বোর্ডস্ট্যান্ড ৩য়।
দারস ও তাদরীস বা শিক্ষকতা:
ঢাকা দক্ষিণ মাদরাসা। ৩ বছর।
মেওয়া মাদ্রাসা। ৬বছর।
দেউলগ্রাম মাদরাসা। মুহাদ্দিস। ২বছর।
বিশ্বনাথ মাদানিয়া মাদরাসা। মুহাদ্দিস। ২বছর।
২০০৪ থেকে বর্তমান, মোট ১৬ বছর। মুহাদ্দিস। দারুসসুন্নাহ মুরাদগঞ্জ টাইটেল মাদ্রাসা, বিয়ানীবাজার।
সংগঠন:
সাধারণ সম্পাদক: জমিয়তে তুলাবা সিলেট। ১৯৯০ ঈসায়ী।
সহ-সাধারণ সম্পাদক: ছাত্র জমিয়ত, দেওবন্দ প্রবাসী শাখা। ১৯৯৩ ঈসায়ী।
প্রশিক্ষণ সম্পাদক: ছাত্র জমিয়ত বাংলাদেশ। ১/২/২০০২-১/৪/২০০৩ ঈসায়ী।
সভাপতি, ছাত্র জমিয়ত বাংলাদেশ, সিলেট জেলা। ৬/৯/১৯৯৪-২০০২ ঈসায়ী।
রাজনীতি: (২০০৩-২০২০)
সাংগঠনিক সম্পাদক: সিলেট জেলা জমিয়ত। ২বার। কাউন্সিল ২০০৩-২০০৬ ঈসায়ী।
সহসাধারণ সম্পাদক: সিলেট জেলা জমিয়ত। ২০১১-২০১৮ ঈসায়ী।
যুগ্মসাধারণ সম্পাদক : সিলেট জেলা জমিয়ত। ২০১৮-বর্তমান।
নির্বাহী সদস্য : জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। ২০১৮-বর্তমান।
রচনা ও সম্পাদনা
গবেষণামূলক প্রবন্ধ ৪০টি।
মৌলিক রচনা ও সংকলন: ৪টি (এদারার পাঠ্যসূচি)।
দুরুসুত তাসরীফ: মুতা. ২য়।
এদারা বাংলা: ইব. ৫ম।
এদারা বাংলা: মুতা. ৩য়।
মুফতি মাহমুদ রাহ. এর জীবন ও সংগ্রাম।
স্মারক সম্পাদনা: ৩টি।
বই সম্পাদনা: ১টি।
পাণ্ডুলিপি আছে ২টি। খতমে নবুওয়াত এবং সালাফিদের নিয়ে।
পারিবারিকভাবে তিনি ২ছেলে ও ১মেয়ের গর্বিত পিতা। ১ছেলে ও ১মেয়ে ইন্তিকাল করেন।
হযরতের হায়াতে আল্লাহপাক বারাকাহ দান করুন। আমীন।
তথ্যদাতা : কাওসার আহমদ