বাহেরবালী দারুল উলুম নোমানিয়া মাদরাসা

December 15 2019, 07:02

qowmipedia.com,

প্রতিষ্ঠানের নাম :– বাহেরবালী দারুল উলুম
নোমানিয়া মাদরাসা

ঠিকানা :-
বাহেরবালী,মাইজচর,বাজিতপুর,
কিশোরগঞ্জ

কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার মাইজচর ইউনিয়ন বাহেরবালীতে বিশাল দেহ-বল্লারী নিয়ে দণ্ডয়মান বাহেরবালী দারুল উলুম নোমানিয়া মাদরাসা
মুজাহিদে মিল্লাত হযরত মাওলানা ইজহারুল ইসলাম চৌধুরী এর হাতেগড়া মাওলানা আব্দুল মালেক ফয়েজী হাফিযাহুল্লাহ এক ঝাঁক মুখলিস
সাহসী সৈনিক ও নিয়ে নিবেদিত প্রাণ কিছু
সহযোগীর ঐকান্তিক প্রচেষ্টায় ১৯৭৩ সালে
প্রতিষ্ঠা করেন বাহেরবালী দারুল উলুম নোমানীয়া মাদরাসা

প্রতিষ্ঠা কাল :- ১৯৭৩ ঈসায়ী
প্রতিষ্ঠাতা :- মরহুম আব্দুল গফুর রহ.

প্রতিষ্ঠাকালিন মুহতামিম :– মাওলানা আব্দুল মালেক ফয়েজী হাফিযাহুল্লাহ

প্রতিষ্ঠাকালিন শিক্ষাসচিব :- মাওলানা মানসুরুল হক

প্রতিষ্ঠাকালিন শিক্ষকবৃন্দ :-
মাওলানা আব্দুল মালেক ফয়েজী হাফিযাহুল্লাহ ,
মাওলানা মানসুরুল হক,
মাওলানা গুফরান
হাফেজ মিজানুর রহমান
প্রমুখ।

প্রতিষ্ঠাকাল থেকে চলমান সময় পর্যন্ত কৃতিত্ব শিক্ষার্থীর নাম, তাদের বর্তমান সামাজিক- অবস্থান :-

১. মাওলানা আব্দুল আহাদ  (শায়খুল হাদিস, জামিয়া মুহাম্মাদিয়া ভাষানটেক,ঢাকা)
২. মাওলানা আলা উদ্দীন (সহকারী পরিচালক, বাজিতপুর ইসলামী কমপ্লেক্স)
৩. মাওলানা আব্দুল কুদ্দুস (পরিচালক,অত্র মাদরাসা)
৪.মাওলানা আতাউল্লাহ (মুহতামিম,মদিনাতুল উলুম পাকশিমুল মাদরাসা)
৫. মাওলানা আব্দুল মান্নান
৬.মাওলানা আবুল খায়ের
৭. মাওলানা রুহুল আমীন, পাবনা
৮. মাওলানা কামাল উদ্দীন কাসেমী (সাবেক মুহাদ্দিস, শেখ জনুরুদ্দীন দারুল কুরআন চৌধুরীপাড়া,ঢাকা
৯. মাওলানা আব্দুস সোবহান আযহারী (লিসান্স,আল আযহার ইউনিভার্সিটি,কায়রো,মিশর)
১০. মাওলানা শফিকুল ইসলাম আজিজী
খতীব, দিলালপুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদ
১১. মুফতী আব্দুল আযীয(মুহতামিম,জামিয়া আরাবিয়া মিফতাহুল উলুম দিলালপুর)
১২.মুফতী নেছার আহমদ কাসেমী (বিশিষ্ট ব্যবসায়ী, ঢাকা)
১৩. হা. মাওলানা আবু নাঈম
(সিনিয়র মুহাদ্দিস,জামিয়া দ্বীনিয়া শামসুল উলুম মতিঝিল, ঢাকা)
১৪. মাওলানা মাহমুদুল আলম
(সিনিয়র মুহাদ্দিস,জামিয়া ইমদাদিয়া কল্যাণপুর,ঢাকা)
১৫.হাফেয মাওলানা আব্দুর রহমান
(খতীব,মগ বাজার জামে মসজিদ,ঢাকা)

লক্ষ্য ও উদ্দেশ্য
কুরআন ও হাদীস তথা আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদার নিরিখে, খুলাফায়ে রাশেদীনের অনুকরণে আল্লাহ
ভীরু, কর্তব্যপরায়ণ, ওহিভিত্তিক জ্ঞান-বিজ্ঞানে বিদগ্ধ আলোকিত মানুষ গড়া, ধর্মীয় ও আধ্যাত্মিক গুণাবলীর বিকাশ
সাধন করে আল্লাহর সন্তুষ্টি ও নৈকট্য অর্জনই এ প্রতিষ্ঠান কায়েমের অভীষ্ঠ লক্ষ্য।

বিভাগসমূহ
(১) মক্তব বিভাগ
(২)নাযেরা বিভাগ
(৩) হিফযুল কুরআনিল কারীম
(৪) কিতাব বিভাগ (৮ম শ্রেণীপযর্ন্ত)

অত্র অঞ্চলের মানুষকে নিরক্ষরতা দূরিকরণে মাদরাসার ইতিবাচ ভূমিকা, মানুষের সামাজিক কালচার পরিবর্তনে প্রতিষ্ঠানের অবদান হিসেবে অত্র মাদরাসা  বিভিন্ন উদ্যোগ গ্রহন করে আসছে, তার মধ্যে উল্লেখ যোগ্য কিছু হল
হতদরিদ্র মানুষদের বিনামুল্যে পড়াশুনার সুযোগপ্রদান ও প্রচলিক সকল বেদআত দুরকরনার্থে তরবিয়াতি মজলিস ইত্যাদি।
মাদরাসাটি যে বোর্ডের অধিনে :- বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ ও তানযিমুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ
মাদরাসার হিসাব ব্যাবস্থা / ফান্ড:- সাধারণ
বর্তমান মুহতামিম :- মাওলানা আব্দুল কুদ্দুছ
বর্তমান মুহতামিমের মোবাইল নাম্বার :- ০১৭১৫৩৬৬৩৪৮
বর্তমান শিক্ষাসচিব :- মাওলানা আব্দুল গাফ্ফার
বর্তমান শিক্ষকবৃন্দের তালিকা :-
মাওলানা আব্দুল কুদ্দুছ,
মুহতামিম
মাওলানা আব্দুল গাফ্ফার,
নাযেমে তালিমাত
মাওলানা আব্দুল বাতেন
সিনিয়র শিক্ষক
মাওলানা আব্দুন নুর,
সিনিয়র শিক্ষক
মোঃ আলতাব মাহমুদ
জেনারেল শিক্ষক
মাওলানা ইউসুফ
জেনারেল শিক্ষক
ক্বারী রফিকুল ইসলাম,
ক্বারী ইমদাদুল হক
হাফেজ আতাউল্লাহ

চলমান মোট ছাত্র সংখ্যা :- ২০০

তথ্যপ্রদান
আবু আশফাক
Showkat67501@gmail

Spread the love
Manual1 Ad Code
Manual5 Ad Code