জামিয়া ইসলামিয়া হুসাইনিয়া মালনী, নেত্রকোনা

October 16 2019, 10:08

qowmipedia.com,

প্রতিষ্ঠানের নাম: জামিয়া ইসলামিয়া হুসাইনিয়া মালনী নেত্রকোনা।

প্রতিষ্ঠাকাল: ২০০৩ ইং

নেত্রকোনার বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা আব্দুল কাইয়ুম হাফিজাহুল্লাহ্ এক ঝাঁক সাহসী সৈনিক ও নিবেদিত প্রাণ কিছু সহযোগীর ঐকান্তিক সহযোগিতায় ২০০৩ সালে নেত্রকোনা জেলা শহরে প্রতিষ্ঠা করেন জামিয়া ইসলামিয়া হুসাইনিয়া। দুই বৎসর নূরানী ও নাযেরা বিভাগকে কেন্দ্র করে জামিয়া প্রাথমিক পথচলা শুরু করে, অতঃপর ২০০৫ সালে দাওরাতুল হাদীস ( মাস্টার্স ) পর্যন্ত শিক্ষা কার্যক্রম চালু করা হয়।

জামিয়ার শিক্ষাধারা জামিয়া ইসলামিয়া হুসাইনিয়া গতানুগতিক কোন শিক্ষা প্রতিষ্ঠানের নাম নয়। দারুল উলুম দেওবন্দের চিন্তা চেতনা ও শিক্ষা কারিকুলামকে ধারণ করে নেত্রকোনা জেলার সর্বত্র দ্বীনের প্রচার প্রসার ও সংরক্ষণে ভূমিকা রাখার সাথে সাথে সারা বাংলাদেশ সহ গোটা বিশ্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে দাওয়াত, তা’লিম, তাযক্বিয়া ও জিহাদের মাধ্যমে দ্বীন ও ইসলামকে বিজয় করার লক্ষ্যে প্রতিষ্ঠিত হয় অত্র জামিয়া।

সুদূর প্রসারী পরিকল্পনা নিয়ে জামিয়া সাজিয়েছে তার পাঠনদান পদ্ধতি। শিশু শ্রেণী থেকে শুরু করে সবোর্চ্চ শ্রেণী দাওরায়ে হাদীস পর্যন্ত বেফাক ও মাদানী নেসাবের সমন্বিত সিলেবাসে পরিচালিত হচ্ছে অত্র জামিয়া।

প্রতিষ্ঠাতা: মাওলানা আব্দুল কাইয়ুম হাফিজাহুল্লাহ্

প্রতিষ্ঠাকালীন মুহতামিম: মাওলানা আব্দুল কাইয়ুম হাফিজাহুল্লাহ্

প্রতিষ্ঠাকালীন শিক্ষা সচিব: হাফেজ মাওলানা ওয়ালীউল্লাহ হাফিজাহুল্লাহ্

প্রতিষ্ঠাকালীন শিক্ষকবৃন্দ: মাওলানা কামালুদ্দীন খান,

মুফতী ওমর ফারুক,

মাওলানা ওয়ালীউল্লাহ,

মাওলানা জহিরুল ইসলাম,

মুফতী শহীদুল্লাহ,

হাফেজ ওয়ালীউল্লাহ,

ক্বারী তাওহীদুল ইসলাম প্রমূখ।

 

প্রতিষ্ঠাকালীন জামাতের সংখ্যা: মাদ্রাসা দাওরায়ে হাদিস উদ্বোধন সন: নূরানী থেকে দাওরাতুল হাদীস, দাওরাতুল হাদীসের সবক উদ্বোধন: ২০০৫ ইং জামিয়া

যে বোর্ডের অধীনে: বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ।

বর্তমান মুহতামিম: মাওলানা আব্দুল কাইয়ুম হাফিজাহুল্লাহ্

বর্তমান মুহতামিমের মোবাইল নাম্বার: ০১৯১৪১৫৮৪৯২/০১৮২১৬৮২০৮১

বর্তমান শিক্ষা সচিব: মাওলানা আনিছুর রহমান হাফিজাহুল্লাহ্

বর্তমান শিক্ষক সংখ্যা: ২০ জন,

চলমান ছাত্র সংখ্যা: ৪১০ জন,

বর্তমান দাওরায়ে হাদীসের ছাত্র সংখ্যা: ২০ জন

তথ্য প্রদানকারীর নাম: মুফতী খুবাইব ক্বাসেমী

তথ্য প্রদানকারীর মোবাইল নাম্বার: ০১৯৩৭৬৪৯৩৫১

তথ্য প্রদানকারীর ইমেইল: abumuhammad01914@gmail.com

Spread the love