মুফতি লুৎফুর রহমান কাসিমী’র সংক্ষিপ্ত জীবনী…

June 08 2019, 04:26

qowmipedia.com,
মুফতি লুৎফুর রহমান কাসিমী। ৩রা নভেম্বর ১৯৭৩ খ্রিষ্টাব্দে বিশ্বনাথ উপজেলার রাজনগরের একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম। তাঁর পিতা মরহুম আলহাজ্ব মৌলভী আলতাফুর রহমান, ও মাতা মরহুমা সালেহা বেগম।
ছয় ভাই ও এক বোন এর মধ্যে তিনি ৬ নং। যথাক্রমে-
১. মাওলানা শায়েখ হাবীবুর রহমান ফারুক্ব, সাবেক প্রিন্সিপাল- জামেয়া মুহাম্মদিয়া আরবিয়া বিশ্বনাথ, সিলেট।
২. মাওলানা খলীলুর রহমান মাশুক্ব।
৩. মুসাম্মাৎ সালমা বেগম।
৪. মৌলভী সাদিকুর রাহমান।
৫. মাওলানা মাহমূদুর রহমান।
৬. হাফিজ মাওলানা মুফতী লুৎফুর রহমান খালিদ ক্বাসিমী।
৭. হাফিজ সাঈদুর রহমান মাসূম।
 
তিনি ১৯৮৭-৮৮ সালে ইবতেদায়ী ১ম থেকে নাহবেমীর পর্যন্ত জামিয়া ইসলামিয়া দারুল উলুম বিশ্বনাথ সিলেটে পড়াশোনা করেন। পরে তিনি জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গা মাদরাসায় মুখতাসার-জালালাইন শেষ করে তিনি জামিআ রাহমানিয়া ঢাকায় মেশকাত ও দাওরায়ে হাদীস সম্পন্ন করেন। দারুল উলুম দেওবন্দ থেকে উলুমুল হাদীস এবং জামিয়াতুল উলুমিল ইসলামিইয়াহ বিন্নুরী টাউন করাচী থেকে ইফতা পড়াশোনা করেন।
 
কর্মজীবন: জামিয়া মুহাম্মদিয়া আরাবিয়া বিশ্বনাথ সিলেট থেকে তার কর্মজীবনের শুরু হয়। পরে তিনি ১৯৯৮ সালে ১৫ ডিসেম্বর তিনি আমেরিকার নিউইয়র্কে গমণ করেন। নিউ ইয়র্কের আস-সাফা ইসলামিক সেন্টারে ইমামতি করেন। পরে তিনি আল আমিন কুরআনি সেন্টারে শিক্ষকতা এবং স্টেটেন আইল্যান্ড জামে মসজিদে ইমামতির দায়িত্ব গ্রহণ করেন।
 
জেনারেল সেক্রেটারী-ঃ ২০০৪ খ্রিস্টাব্দ থেকে নিয়ে অদ্যবধি আস-সাফা ইসলামিক সেন্টার নিউ ইয়র্ক, আমেরিকা’র জেনারেল সেক্রেটারী।
ইমাম ও খতীব-ঃ ২০০৭ খ্রিস্টাব্দ থেকে নিয়ে অদ্যবধি আস-সাফা মসজিদসহ বিভিন্ন মসজিদে জুমুআ’র ইমাম ও খতীব।
প্রেসিডেন্ট-ঃ ইউনাইটেড উলামা কাউন্সিল অফ ইউ এস এ ইনক।
প্রধান মুফতী-ঃ মাদানী একাডেমী নিউ ইয়র্ক, আমেরিকা।
সিনিয়র মুফতী-ঃ ইফতা বোর্ড ইন্টারন্যাশনাল, নিউ ইয়র্ক, আমেরিকা।
প্রধান সম্পাদক-ঃ মজলিসুল উলামা, ইউ এস এ’র ফতোয়া ও গবেষণা বিভাগ।
সিনিয়র উপদেষ্টা-ঃ আই টিভি ইউ এস এ।
চাপ্লেন-ঃ নিউ ইয়র্ক স্টেইট।
কাজী-ঃ রেজিস্টার্ড কাজী, নিউ ইয়র্ক সিটি।
বর্তমানে তিনি বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাষ্ট্র শাখার সভাপতি হিশেবে দায়িত্ব পালন করছেন।
 
বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ও আলোচক :
১. আই টিভি ইউ এস এ
২. দীন টিভি ইউ এস এ
৩. টাইম টিভি ইউ এস এ
৪. আই টিভি ২৪
৫. টিবিএন ২৪
৬. গাইড ইউ এস টিভি
ইন্টারভিউ :
৭.ফকস নিউজ
৮. পিবি এস নিউজ
৯. চ্যানেল ১৩
 
সদস্য-ঃ
১. বাংলাদেশ সোসাইটি।
২. জালালাবাদ এসোসিয়েশন।
৩. বিশ্বনাথ প্রবাসী কল্যাণ সমিতি, ইউ এস এ ইনক।
 
এছাড়াও তিনি ইকনা, ইসনা, কেয়ার ও মজলিসে শুরা সহ আরো অনেক সামাজিক সংগঠনের সাথে জড়িত আছেন।