সারা দেশের মাদ্রাসাসমূহ

রিয়াজুল জান্নাহ মহিলা মাদরাসা

December 15 2019, 07:03

রিয়াজুল জান্নাহ মহিলা মাদরাসা মথুরাপুর, বাজিতপুর, কিশোরগঞ্জ।
(ইসলাম ও আধুনিক শিক্ষার সমন্বয়ে পরিচালিত একটি আদর্শ মহিলা শিক্ষা প্রতিষ্ঠান)

যাতায়াতঃ
যেকোনো স্থান থেকে বাজিতপুর এসে রিকশাযোগে পশ্চিম মথুরাপুর বাইতুল ফালাহ জামে মসজিদ/ভাই-ভাই প্রেট্রোল পাম্প সংলগ্ন/ “রিয়াজুল জান্নাহ মহিলা মাদরাসা”।

ভূমিকা:
অসংখ্য-অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি প্রভুর দরবারে, সালাম বর্ষিত হউক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর উপর। আল্লাহ তায়ালা কুরআনুল কারীমে ইরশাদ করেন, হে রাসুল! আপনি বলুন, “যারা জ্ঞানী এবং যারা জ্ঞানী নয়, তারা কি সমকক্ষ হতে পারে”?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “তোমাদের মধ্যে সর্বোত্তম ঐ ব্যক্তি যিনি কোরআন মাজীদ শিক্ষা করে এবং শিক্ষা দেয়”।
সাহাবায়ে কেরামের সোনালী যুগে ধর্মীয় কোন ব্যাপারে জটিলতা সৃষ্টি হলে তারা মা আয়েশা সিদ্দীকা রাদিয়াল্লাহু তা’আলা আনহাকে জিজ্ঞেস করতেন। তিনি দ্বীনের অন্যতম ফকীহা ছিলেন। আজকের শিশু-কিশোর যারা জাতীর ভবিষ্যত, তাদের জন্য আদর্শ প্রাথমিক শিক্ষা-দীক্ষার গুরুত্ব অপরিসীম, শিশুরা মৌলিক শিক্ষা পেয়ে থাকে মায়ের কাছ থেকেই।  মা আদর্শ শিক্ষায় শিক্ষিতা হলে শিশুরাও আদর্শবান হবে এটাই স্বাভাবিক।  এজন্য মা জাতিকে দ্বীনি জ্ঞান  ও সুশিক্ষা দেওয়ার গুরুত্বও অপরিসীম। তাই বাংলাদেশসহ বিভিন্ন দেশে অসংখ্য মহিলা মাদরাসা প্রতিষ্ঠা লাভ করেছে।  জনসংখ্যার প্রায় অর্ধেক নারী সমাজ। এই নারী সমাজকে ইসলামী জীবন ব্যবস্থার সাথে সম্পৃক্ত করার নিমিত্তে গড়ে উঠেছে এসব মহিলা মাদরাসা ।  আল্লাহর অশেষ রহমতে এসব মহিলা মাদ্রাসার জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। এরই ধারাবাহিকতায় মা জাতিকে ধর্মীয় জ্ঞান ও ইসলামি জীবন ব্যবস্থায় দীক্ষিত ও যুগোপযোগী করে গড়ে তোলার লক্ষে ২০১৫ সালে এক অনাড়ম্বর দুআ অনুষ্ঠানের মাধ্যমে গোড়া পত্তন করা হয় ” রিয়াজুল জান্নাহ মহিলা মাদরাসার”। আল্লাহর রহমতে হাটি হাটি পা পা করে চলতি বর্ষ (২০২২)  দরসে নেজামীর সর্বোচ্চ ডিগ্রী দাওরায়ে হাদিস পর্যন্ত খোলা হয়েছে। সুদক্ষ পরিচালনা ও সুযোগ্য শিক্ষক-শিক্ষিকাদের পাঠদানের কারণে ১ম বর্ষেই ২০ জনের অধিক শিক্ষার্থী অত্র বিভাগে ভর্তি হন।

আসাতিযায়ে কেরাম ও ষ্টাফ গণের নামঃ
০১) আল্লামা আব্দুল আহাদ দা.বা.
-শাইখুল হাদীস
বাহেরবালী, বাজিতপুর, কিশোরগঞ্জ।
দাওরায়ে হাদীসঃ উম্মুল মাদারিস “আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসা “।
সাবেক শাইখুল হাদীসঃ বিয়ানীবাজার সিলেট।
নাজেমে তালীমাতঃ জামিয়া ইসলামিয়া দারুল উলূম ভৈরব কমলপুর।
প্রতিষ্ঠাতা মুহতামিম ও শাইখুল হাদীসঃ উম্মুল কুরা মহিলা মাদরাসা ভৈরব।
বর্তমান শাইখুল হাদীসঃ রিয়াজুল জান্নাহ মহিলা মাদরাসাসহ আরও দেশের বিভিন্ন জামিয়া।
খলীফাঃ আল্লামা শাহ আহমদ শফী রহ.
০১৭১১-০১৮৩০২

০২) হাফেজ মাওলানা আবু নাইম
-মুহতামিম
বাহেরবালী, বাজিতপুর, কিশোরগঞ্জ।
হিফজ সম্পন্নঃ বাহেরবালী দারুল উলুম নোমানিয়া মাদরাসা।
প্রাথমিক পড়াশোনাঃ জামিয়া ইসলামিয়া দারুল উলূম ভৈরব কমলপুর।
মাধ্যমিক শিক্ষাঃ জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া, ব্রাহ্মণবাড়িয়া।
দাওরায়ে হাদীসঃ  জামিয়া দ্বীনিয়া শামসুল উলূম মতিঝিল, পীরজঙ্গী, ঢাকা।
সফল সংগঠকঃ আহবাব পরিষদ (বাহেরবালী, বাজিতপুর)
মুহাদ্দিসঃ জামিয়া দ্বীনিয়া শামসুল উলূম মতিঝিল, পীরজঙ্গী, ঢাকা।
০১৯১১-৫৫০৫৪৬

০৩) মুফতী আজহারুল ইলাম
-নায়েবে মুহতামিম
আয়নারগোপ, বাজিতপুর, কিশোরগঞ্জ।
দাওরায়ে হাদীসঃ জামালুল কুরআন মাদরাসা
৭৭, সতিশ সরকার রোড়, গেন্ডারিয়া, ঢাকা-১২০৪
উচ্চতর ইসলামী আইন গবেষণাঃ মারকাযুল কুরআন সানারপাড়, নারায়ণগঞ্জ।
০১৯১৪-৪৭৯২৫৭

০৪) মাওলানা শফিকুল ইসলাম আজিজি
-সিনিয়র মুহাদ্দিস
বাহেরবালী, বাজিতপুর, কিশোরগঞ্জ।
দাওরায়ে হাদীসঃ আল-জামিয়াতুল আহলিয়া মঈনুল ইসলাম হাটহাজারী।
মুহাদ্দিসঃ জামিয়া আরাবিয়া মিফতাহুল উলূম দিলালপুর।
খতীবঃ দিলালপুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদ।
পেশাঃ শিক্ষক ও ওয়ায়েজ (ইসলামি আলোচক)।
০১৭১৬-৫৩১৮৪২

০৬) মাওলানা নুরউদ্দিন নীলগঞ্জী
-সিনিয়র মুহাদ্দিস
দাওরায়ে হাদীস মাস্টার্সঃ আল জামিয়াতুল ইমদাদিয়া কিশোরগঞ্জ।
মুহাদ্দিসঃ আল জামিয়াতুল আরাবিয়া মিফতাহুল উলুম দিলালপুর, বাজিতপুর।
০১৯১৪-৪৩১৬০২

০৬) মুফতী ফয়জুল্লাহ বিন মুখলিস
-নাজেমে তালীমাত
বাহেরবালী, বাজিতপুর, কিশোরগঞ্জ।
প্রাথমিক শিক্ষাঃ বাহেরবালী দারুল উলুম নোমানিয়া মাদ্রাসা।
মাধ্যমিক শিক্ষাঃ জামিয়া দারুল আরকাম আল-ইসলামিয়া বি-বাড়িয়া।
উচ্চমাধ্যমিকঃ জামিয়া ইসলামিয়া দারুল উলুম ভৈরব, কমলপুর।
দাওরায়ে হাদীসঃ জামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম ফরিদাবাদ, ঢাকা।
উচ্চতর ইসলামী আইন গবেষণাঃ (ফিকহ) মারকাযুল কুরআন বাংলাদেশ।
০১৯১৪-৪৭৩৫১০

০৭) মাওলানা মাসউদুর রহমান
-মুহাদ্দিস
প্রাথমিক শিক্ষাঃ বাহেরবালী দারুল উলুম নোমানিয়া মাদরাসা।
মাধ্যমিক শিক্ষাঃ জামিয়া ইসলামিয়া ভৈরব কমলপুর।
উচ্চমাধ্যমিকঃ জামিয়া ইসলামিয়া আরাবিয়া নুরুল আলম কুলিয়ারচর।
দাওরায়ে হাদীস মাস্টার্সঃ জামিয়া ইসলামিয়া মিফতাহুল উলূম মধ্যবাড্ডা, ঢাকা।
ইমাম ও খতিবঃ বলিয়ার্দী উত্তরপাড়া জামে মসজিদ, বাজিতপুর।
পরিচালকঃ দারুল উলূম মঈনুল ইসলাম বলিয়ার্দী উত্তরপাড়া, বাজিতপুর।
০১৭৭১-৬৪২১০৩

০৮) মুফতী সাজিদুর রহমান
-মুহাদ্দিস
দাওরায়ে হাদীস মাস্টার্সঃ জামিয়া শারইয়্যাহ মালিবাগ, ঢাকা।
ইসলামী আইন গবেষণাঃ (ইফতা) দেওভোগ মাদ্রাসা নারায়ণগঞ্জ।
সাবেক মুফতীঃ আল মাদরাসাতুল আরাবিয়া রওজাতুল উলুম শ্রীনগর, রায়পুরা, নরসিংদী।
+8801916244086

০৯)  মুফতী শওকত হুসাইন
-মুহাদ্দিস
প্রাথমিক শিক্ষাঃ বাহেরবালী দারুল উলুম  নোমানিয়া মাদ্রাসা।
মাধ্যমিক শিক্ষাঃ জামিয়া ইসলামিয়া দারুল উলুম ভৈরব, কমলপুর।
উচ্চমাধ্যমিকঃ মারকাজুল হুদা বাংলাদেশ।
দাওরায়ে হাদীসঃ জামেউল উলুম মাদরাসা মিরপুর-১৪, ঢাকা ১২০৬
উচ্চতর ইসলামী আইন গবেষণাঃ জামিয়া গাফুরিয়া কাশেফুল উলুম, সাভার।
০১৯১৬-১৩১২৯৫

১০) মাওলানা শফিকুল ইসলাম
-সিনিয়র উস্তাদ
প্রাথমিক শিক্ষাঃ ইসলামাবাদ গুগদ, বি-বাড়িয়া।
মাধ্যমিক শিক্ষাঃ জামিয়া ইসলামিয়া দারুল উলুম ভাগলপুর, বাজিতপুর।
দাওরায়ে হাদীস মাস্টার্সঃ জামিয়া ইসলামিয়া দারুল উলুম ভৈরব কমলপুর।
ইমাম ও খতীব, পশ্চিম মথুরাপুর, বাজিতপুর, কিশোরগঞ্জ।
০১৭৪১-১২৩৬১০

১১) মুফতী ছানাউল্লাহ
-সিনিয়র উস্তাদ
প্রাথমিক শিক্ষাঃ সাউতুল হেরা আয়নারগোপ, বাজিতপুর।
মাধ্যমিক শিক্ষাঃ  মুসলিমবাগ মাদরাসা কামরাঙ্গীরচর, ঢাকা ।
দাওরায়ে হাদীসঃ আল জামিয়া হোসাইনিয়া আশরাফুল উলুম, বড় কাটরা, চকবাজার, পুরান ঢাকা।
ইসলামী আইন গবেষণাঃ বড়কাটারা মাদরাসা।
সাবেক উস্তাদঃ মধ্য ভাগলপুর মাদরাসা, বাজিতপুর।
ইমাম ও খতিবঃ ফায়ার সার্ভিস জামে মসজিদ বাজিতপুর।
+8801704569434

১২) আলেমা রুকাইয়া সুলতানা
-প্রধান শিক্ষিকা

১৩) আলেমা জাকিয়া আখতার
-সিনিয়র শিক্ষিকা

১৪) আলেমা সালমা আঞ্জুম
-সিনিয়র শিক্ষিকা

১৫) আলেমা তাহমিনা আখতার
-শিক্ষিকা

১৬) আলেমা ফাতেমা আখতার
-শিক্ষিকা

১৭) আলেমা তাহমিদা আখতার
-শিক্ষিকা

১৮) আলেমা সুমাইয়া আখতার
-শিক্ষিকা

১৯) আলেমা মাহমুদা আখতার
-শিক্ষিকা

২০) আলেমা ফাহমিদা আখতার
-শিক্ষিকা

২১) মোছা. সুমাইয়া আখতার
-মাষ্টার

২২) ইয়াছমিন আখতার
-বাবুর্চী
মথুরাপুর, বাজিতপুর।

২৩) মুহা. খসরু মিয়া
-অফিস সহকারী
মথুরাপুর, বাজিতপুর।
০১৩১২-৯৮৯২০২

বৈশিষ্ট্যসমূহ:
☑️ঐতিহ্যবাহী দারুল উলূম দেওবন্দ ও আল-হাইয়াতুলু উলইয়া এবং বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ -এর কারিকুলাম অনুকরণে যুগোপযোগী ইসলামী ও আধুনিক শিক্ষার সমন্বয় সিলেবাস।
☑️উচ্চতর প্রশিক্ষণপ্রাপ্ত যোগ্য ও অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকাদের মাধ্যমে প্রয়োজনীয় সকল বিষয়ে হাতে-কলমে পাঠদানের ব্যবস্থা।
☑️একজন দক্ষ আলেমা ও সুনাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে তালিমের পাশাপাশি তরবিয়তের সুব্যবস্থা।
☑️প্রতিভা বিকাশের লক্ষ্যে সাহিত্যচর্চা ও হস্তলিপি প্রশিক্ষণ।
☑️সার্বক্ষণিক অভিজ্ঞ শিক্ষিকাদের তত্ত্বাবধানে ও সুশৃঙ্খল পরিবেশে পাঠদান।
☑️আবাসিক ছাত্রীদের ঘরোয়া পরিবেশে বোর্ডিং থেকে তিন বেলা মানসম্মত খাবার সরবরাহ।
☑️সর্বদা ইত্তিবায়ে সুন্নাতের অনুসরণ ও শরয়ী পর্দার যথাযথ অনুকরণ।
☑️ছাত্রীদের প্রতিদিনের পাঠ মুখস্থ করার ব্যাপারে জোর তাগিদ প্রদান এবং পড়ালেখার মান উন্নয়নে মাসিক পরীক্ষার ব্যবস্থা।
☑️ছাত্রীদের আমল-আখলাকের উন্নয়নকল্পে সাপ্তাহিক তরবিয়তি জলসার ব্যবস্থা।
☑️শেষ রাতে তাহাজ্জুদ নামাজ আদায়ের অভ্যাস গড়ে তোলার প্রচেষ্টা।
☑️সমাজের নারীদের দ্বীনের জরুরী বিষয়াদি শিক্ষাদান ও ধর্মীয় বিধি-বিধান পালনে অভ্যস্ত করে তোলার লক্ষে তালিমের ব্যবস্থা।

লক্ষ্য ও উদ্দেশ্য:
অপসাংস্কৃতির বেড়াজালে আক্রান্ত সমাজের প্রতিটি ঘরে ঘরে দ্বীনের আলো পৌঁছে দিয়ে ইসলামী সমাজ গঠনের যথাসাধ্য চেষ্টা করা। ইসলামী শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষায় মুসলিম কন্যা সন্তানদেরকে যোগ্য আলেমা, আধ্যাত্মিক ও নৈতিক জ্ঞান সম্পন্ন আদর্শ ও সচেতন নাগরিক হিসেবে গড়ে তোলা। শিক্ষাদান ও শিক্ষাগ্রহণের মাধ্যমে সর্বোপরি রেজায়ে মাওলা হাসিল করা। তাই বাংলাদেশসহ বিভিন্ন দেশে অসংখ্য মহিলা মাদরাসা প্রতিষ্ঠা লাভ করছে । জনসংখ্যার প্রায় অর্ধেক নারী। এই নারী সমাজকে ইসলামী জীবন ব্যবস্থার সাথে সম্পৃক্ত করার নিমিতে গড়ে উঠছে এসব মহিলা মাদরাসা । আল্লাহর অশেষ রহমতে এসব মহিলা মাদরাসার জনপ্রিয়তাও দিন দিন বাড়ছে। একই ধারাবাহিকতায় মা জাতিকে ধর্মীয় জ্ঞান ও ইসলামী জীবন ব্যবস্থায় দীক্ষিত ও যুগোপযোগী করে গড়ে তোলার লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়েছে রিয়াজুল জান্নাহ মহিলা মাদরাসা। এর লক্ষ্য উদ্দেশ্য ও কর্মসূচী বাস্তবায়নে আলেম-উলামা, পীর-মাশায়েখ ও দ্বীনদার অভিভাবক মহলের আন্তরিক সহযোগিতা ও দোয়া একান্তভাবে কাম্য।

ভর্তি:
● আবাসিক / অনাবাসিক হিসেবে ছাত্রী ভর্তি করা হয়। আবাসিক ছাত্রীদের বয়স কমপক্ষে পাঁচ বছর হতে হবে।।
●মাদরাসার নির্ধারিত ফরমে আবেদন করতঃ মাদরাসার সকল নিয়ম কানুন মেনে চলার অঙ্গিকার করে এবং সেই অঙ্গিকার নামায় ছাত্রী ও অভিভাবক উভয়ের স্বাক্ষরের মাধ্যমে ভর্তি হতে হবে।
■ মাদরাসার নির্ধারিত ছুটি ছাড়া খানার টাকা কর্তন করা হবে না।
■ প্রতিষ্ঠানের আইন-কানুন অমান্য করলে কর্তৃপক্ষ যেকোন শাস্তি বা প্রয়োজনে ভর্তি বাতিল করা সহ যেকোন পদক্ষেপ গ্রহন করিতে পারবে। এতে অভিভাবকের কোন আপত্তি থাকিবে না।
● বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ না হলে পরবর্তী শ্রেণীতে উন্নীত করা হবেনা।
■ নতুন ছাত্রীদের জন্য ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

সাক্ষাতের সময় ও নিয়মাবলী:
● প্রতিদিন ১.১০ মি. থেকে ২.৩০ মি. ও আসর থেকে মাগরিব পর্যন্ত ।
■ শুক্রবার ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত।
■ সাক্ষাতের সময় অভিভাবকগণ অফিস কর্তৃক অনুমোদিত কার্ড অবশ্যই সাথে করে নিয়ে আসতে হবে।
■ ছাত্রীদের কোন অভিভাবক বা মেহমান মাদরাসায় অবস্থান করার প্রয়োজন দেখা দিলে অবশ্যই মাদরাসার কর্তৃপক্ষকে অবগত করাতে হবে।
■ মাহরাম অভিভাবক অফিসের সাথে যেগোযোগ করে সাক্ষাত করতে পারবে।  মাহরাম ব্যতিত অন্য কেউ কোন ছাত্রীর সাথে সাক্ষাত করতে পারবেনা।

ছাত্রী ও অভিভাবকদের জন্য প্রযোজ্য নিম্নাবলী:
■ আবাসিক অনাবাসিক সকল ছাত্রীদের আগমন ও প্রস্থানের সময় পরিচয়পত্র দেখাতে হবে। অন্যথায় আগমন ও প্রস্থান করতে দেয়া হবেনা। অভিভাবকের উপস্থিতি ব্যতীত কোন ছাত্রীকে ছুটি দেয়া হবেনা। অন্য কোন ছাত্রীর অভিভাবকের সঙ্গে দিয়ে দেয়ার আবেদনও করা যাবেনা।
• ছুটির প্রয়োজন হলে অভিভাবককে অবশ্যই অফিসের ফোনে যোগাযোগ করে আসতে হবে। ছুটির ব্যাপারে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।
■ অফিসে যোগাযোগ ব্যতীত অনুপস্থিত থাকলে/গ্রহণযোগ্য কারণ ব্যতীত খোলার তারিখে অনুপস্থিত থাকলে, কিংবা ধারাবাহিক ১৫দিন অনুপস্থিত থাকলে ভর্তি বাতিল বলে গণ্য হবে। পুণরায় ভর্তি হতে চাইলে অর্ধেক ফি নিয়ে ভর্তি হতে হবে।
■ গ্রহণযোগ্য কারণ ছাড়া কোন ছাত্রী বা কোন অভিভাবক ছুটির জন্য আবেদন করতে পারবে না।
■ অনাবাসিক ছাত্রীদের অভিভাবকগণ নিজ দায়িত্বে পৌঁছে দিতে হবে। এবং নিজ দায়িত্বে বাসায় নিয়ে যেতে হবে। • অনাবাসিক ছাত্রীদেরকে সকালের নাস্তা ৭.৩০ ঘটিকার পূর্বে, দুপুরের খাবার ২.০০ ঘটিকার পূর্বে এবং মাদরাসায় রাত্রী যাপনকারী ছাত্রীদের খাবার সন্ধ্যার পূর্বে মাদরাসায় পৌঁছে দিতে হবে। অনিবার্য কারন বশত: খানা পৌঁছাতে না পারলে অফিসের ফোনে অবশ্যই যোগাযোগ করবেন, আমরা বোর্ডিং থেকে/ বাহির থেকে খানার ব্যবস্থা করার চেষ্টা করব ইনশাআল্লাহ।
■ সাক্ষাতের সময় মহিলা অভিভাবকগণ সম্পূর্ণ শরয়ী পদার সাথে আসতে হবে।
■ ভর্তির সময় এক মাসের বেতন ও এক মাসের বোর্ডিং চার্জ অগ্রিম প্রদান করতে হবে। ভর্তির ফি ও বেতনের টাকা অফেরতযোগ্য।
■ প্রত্যেক মাসের বেতন, আবাসিক চার্জ ও বোর্ডিং চার্জ প্রতি মাসের ১ থেকে ১০ তারিখের মধ্যে পরিশোধ করতে হবে।
■ ১ম সাময়িক, ২য় সাময়িক ও বার্ষিক পরীক্ষার পূর্বে সমুদয় চার্জ প্রদান করে পরীক্ষার প্রবেশপত্র গ্রহণ করতে হবে। মাদরাসা বন্ধের পূর্বে লেন-দেন পরিষ্কার করতে হবে।

বিভাগ সমূহ:
■ নুরাণী – নাজেরা বিভাগ।
■ কিভাব বিভাগ। (প্রথম শ্রেণী থেকে দাওরায়ে হাদিস পর্যন্ত)
■ নূরাণী-নাজেরা বিভাগ। (বালক শাখা, পর্যায়ক্রমে)
■ হিফজ বিভাগ। (উভয় শাখা, পর্যায়ক্রমে)

পরীক্ষা:
■ মাসিক, ত্রৈমাসিক, অর্ধবার্ষিক ও বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।
■মাসিক পরীক্ষার ফলাফল বোর্ডে দেওয়া হবে। অন্যান্য পরীক্ষার ফলাফল রেজিষ্টারে সংরক্ষণ করে রেজাল্ট কার্ডের মাধ্যমে ছাত্রীদের কাছে পৌঁছে দেওয়া হবে।
■ পরীক্ষা আরম্ভের ৭দিন পূর্বে মাদরাসার যাবতীয় লেন-দেন পরিশোধ করত: পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

বার্ষিক ছুটি:
● ঈদুল আযহার ছুটি: ১২ দিন।
■ ১ম সাময়িক পরীক্ষার ছুটি : ৭দিন।
■ অর্ধ বার্ষিক পরীক্ষার ছুটি : ৭দিন।
■ বার্ষিক পরীক্ষা বেফাকের তারিখ মোতাবেক শুরু ও শেষ হয়ে ২৪ শাবান পর্যন্ত নাহু-ছরফের দরস চলবে।
• ২৫ রমাযান থেকে ০৭ শাওয়াল পর্যন্ত ঈদুল ফিতর এর ছুটি থাকবে।

তথ্যপ্রদানকারীঃ
নাজমুল হাসান সাকিব
স্থায়ী ঠিকানাঃ বাহেরবালী, বাজিতপুর, কিশোরগঞ্জ।
দাওরায়ে হাদীস (মাস্টার্স) ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশ, বসুন্ধরা, ঢাকা।
উচ্চতর ইসলামি আইন গবেষণাঃ আল-মারকাজুল ইসলামী বাংলাদেশ AMI
gmail: nh071027@gmail.com
মোবাইলঃ ০১৭৩৯-৬৯১৮৭৫

Spread the love