সারা দেশের মাদ্রাসাসমূহ

জামিয়া মাদানিয়া হামিউসসুন্নাহ (লালবাগ, শহিদনগর) ঢাকা

November 08 2018, 01:07

প্রতিষ্ঠানের নাম :- জামিয়া মাদানিয়া হামিউসসুন্নাহ (লালবাগ, শহিদনগর) ঢাকা

প্রতিষ্ঠা কাল :- 2017/1439

প্রতিষ্ঠাতা :- মাওলানা আবদুর রশিদ চৌধুরী, মাওলানা রেজাউল কারীম ও হাফেজ মাওলানা আহমাদুল হক

প্রতিষ্ঠাকালিন মুহতামিম :- মাওলানা আবদুর রশিদ চৌধুরী

প্রতিষ্ঠাকালিন শিক্ষাসচিব :- মাওলানা রেজাউল কারীম

প্রতিষ্ঠাকালিন শিক্ষকবৃন্দ :- মুফতি বশীরুল হাসান, মাওলানা আহমাদুল হক, মাওলানা মুফতি মুহাম্মাদ আলী, হাফেজ মাওলানা ফুযায়েল আহমদ, হাফেজ ওয়াজীহউল্লাহ, হাফেজ সোলাইমান আহমদ

প্রতিষ্ঠাকালিন জামাত সংখ্যা,বর্তমান সমাপনী জামাত / মাদরাসা দাওরায়ে হাদিস পর্যন্ত হলে্ এর উদ্বোধনীর সন :- তাখাসসুস ফিল ফিকহ, তাদরীবুল্লাগাহ আল-আরাবিয়্যাহ ও ইবতেদাইয়্যাহ নূরানী ১ম থেকে কাফিয়াহ জামাত এবং হিফযুল কুরআন বিভাগ৷

প্রতিষ্ঠাকাল থেকে চলমান সময় পর্যন্ত কৃতি শিক্ষার্থীর নাম, তাদের বর্তমান সামাজিক- অবস্থান :- নতুন প্রতিষ্ঠান হওয়ার কারণে এখনো উল্লেখযোগ্য কিছু হয়নি৷ তবে এখান থেকে তাখাসসুস ফিল ফিকহ সমাপন করে অনেকেই বর্তমানে দ্বীনী শিক্ষার খেদমতে নিয়োজিত আছেন৷

অত্র অঞ্চলের মানুষকে নিরক্ষরতা দূরিকরণে মাদরাসার ইতিবাচ ভূমিকা, মানুষের সামাজিক সাংস্কৃতিক দৈনতার পরিবর্তনে প্রতিষ্ঠানের অবদান :- নিরক্ষরতা দূরিকরণের পাশাপাশি এলাকার সাধারন মানুষকে দ্বীনী শিক্ষায় উদ্ধুদ্ধ করতে উক্ত প্রতিষ্ঠান কাজ করে যাচ্ছে, সামাজিক দৈন্যতার পরিবর্তনে বয়স্কদের মাজে দ্বীনী শিক্ষা কার্যক্রম, দাওয়াত ও তাবলীগের মেহনত অব্যাহত রয়েছে৷ধর্মীয় গুরুত্বপূর্ণ বিষয়ে বিভিন্ন সময়ে বিশেষ বুলেটিন, বুকলেট প্রচার করা হয়৷

মাদরাসার বর্তমান অবস্থা বর্ণনা করে আগামীর পরিকল্পনা :- বর্তমানে লেখাপড়ার মান আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো৷ আশা করা যায় ভবিষ্যতে আরো উন্নত হবে৷ শিক্ষা কার্যক্রমের ধারাবাহিকতায় উন্নত সিলেবাসে মানসম্পন্ন ও যুগোপযুগী একটি সুনামধন্য প্রতিষ্ঠানের রূপ দেয়ার পরিকল্পনা রয়েছে৷
বিভিন্ন বিষয়ের উপর শিক্ষার্থীদের বিশেষ পান্ডিত্য লাভের জন্য বিশেষ বিশেষ বিভাগ (তাখাসসুসাত) চালু করা ও দ্বীনী শিক্ষার পাশাপাশি জাগতিক ও কর্মমুখী শিক্ষার ব্যবস্থা করা যেমন: কারীগরি শিক্ষা, কন্পিউটার প্রশিক্ষণ, ইলেকট্রনিক্স, ড্রাইভিং, আয়ূর্বেদী ও হমিওপ্যাথী চিকিৎসা ও টেইলারিংসহ হাতের কাজ শিক্ষা ইত্যাদী৷
ভবিষ্যতে ঢাকা শহরের কোনো ভালো নিরিবিলি জায়গায় জামিয়ার নিজস্ব জমির উপর একটি অত্যাধুনিক বহুতল স্থায়ী ভবন নির্মাণ করে যুগের চ্যালেঞ্জ মোকাবেলায় শিক্ষাক্ষেত্রে বিপ্লব সাধনের জন্য সময়োপযোগী পদক্ষেপ গ্রহণের উদ্যোগ ও বিভিন্ন প্রকল্প হাতে নেয়ার পরিকল্পনা রয়েছে৷বাংলা, আরবী, ইংরেজি ও উর্দু ভাষায় শিক্ষার্থীদের পারদর্শী করতে ভাষা শিক্ষার বিশেষ কোর্স চালুু করা এবং উক্ত জামিয়ার শাখা প্রতিষ্ঠান হিসেবে সম্পূর্ণ শরয়ী পর্দাসম্মত উপায় অবলম্বন করে একটি স্বতন্ত্র বালিকা মাদরাসা করারও পরিকল্পনা রয়েছে৷ যেখানে আগ্রহী মেয়েরাও ছেলেদের মতো করে সব বিষয়ে শিক্ষা অর্জন করবে এবং সমাজে প্রতিষ্ঠিত হবে৷

মাদরাসাটি যে বোর্ডের অধিনে :- বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ

মাদরাসার হিসাব ব্যাবস্থা / ফান্ড:- ১. সাধারন ফান্ড, ২. গুরাবা-যাকাত ফান্ড, ৩. কিতাব ফান্ড, ৪. স্থায়ী ভবন নির্মাণ ফান্ড

বর্তমান মুহতামিম :- মাওলানা আবদুর রশিদ চৌধুরী

বর্তমান মুহতামিমের মোবাইল নাম্বার :- +8801726029331/+8801715417276

বর্তমান শিক্ষাসচিব :- মাওলানা রেজাউল কারীম

বর্তমান শিক্ষকবৃন্দের তালিকা :- মাওলানা আবদুর রশিদ চৌধুরী, মুফতি বশীরুল হাসান, মাওলানা রেজাউল কারীম, মাওলানা আহমাদুল হক, হাফেজ মাওলানা ফুযায়েল আহমদ, হাফেজ ওয়াজীহউল্লাহ, হাফেজ সোলাইমান আহমদ৷

চলমান মোট ছাত্র সংখ্যা :- ১০৩

চলমান দাওরায়ে হাদিস ছাত্র সংখ্যা :- নেই

চলমান ছাত্রাবাসে অবস্থান রত ছাত্র সংখ্যা :- ৩৯

তথ্য দানকারীর নাম :- রেজাউল কারীম

তথ্য দানকারীর মোবাইল :- 01840377490

তথ্য দানকারীর ইমেইল :- rukrafasyl@gmail.com

Spread the love