সারা দেশের মাদ্রাসাসমূহ

মাওলানা মোস্তফা আজাদ রহ. এর সংক্ষিপ্ত পরিচিতি

May 26 2019, 04:41

মাওলানা মোস্তফা আজাদ ১৯৫৩ সালের ১০ ই মে গোপালগঞ্জ জেলার সাধুহাটি গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম বাদশা মিয়া।

প্রাথমিক লেখা পড়া গ্রামের মক্তবে শেষ করেন। ১৯৭৩ সালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানাধীন ঐতিহ্যবাহী দারুল উলুম গওহর ডাঙ্গা খাদেমুল ইসলাম মাদরাসা থেকে দাওরায়ে হাদীস পাশ করেন।

১৯৭৭ সালে কাশিয়ানী উপজেলাধীন রামদিয়া কলেজ থেকে ডিগ্রী পাশ করেন। ১৯৭৮ সালে জামিয়া হোসাইনিয়া আরজাবাদে মুজাহিদে মিল্লাত মাওলানা শামছুদ্দীন কাসেমীর নিকট তাফসীর র্কোস সম্পন্ন করেন।

১৯৭৯ সালে তাকে অত্র মাদরাসার শিক্ষক হিসেবে নিয়োগ দেন মরহুম শামছুদ্দীন কাসেমী (রহ)। পরে নায়বে মুহতামি নিযুক্ত হন। অত:পর ১৯৯৬ সালে শামছুদ্দীন কাসেমী সাহেব ইন্তেকালের পরে মজলিশে শুরায় তিনি মুহতামিম নিযুক্ত হন। মৃত্যুপর্যন্ত তিনি আরজাবাদ জামিয়ার মুহতামিম ছিলেন।

(অসম্পূর্ণ)

সংগৃহিত

Spread the love