সারা দেশের মাদ্রাসাসমূহ

মাওলানা মুহাম্মদ জাকারিয়া রহ.

April 10 2019, 03:19

নাম :- মাওলানা মুহাম্মদ জাকারিয়া রহ.

জন্ম / জন্মস্থান :- গ্রাম: আহমেদাবাদ, ডাকঘর: রাজারগাঁও, থানা: হাজীগঞ্জ, জেলা: চাঁদপুর

শৈশব কাল :- মাওলানা জাকারিয়া রহ. আলেম পরিবারের সন্তান হওয়ায় ছোট বেলা থেকেই তাঁর মধ্যে বিপ্লবী চিন্তা চেতনা কাজ করত, কারণ তাঁর বাবা ছিলেন দেওবন্দ পড়ুয়া একজন বুযূর্গ আলেমেদ্বীন এবং হাকীমুল উম্মত আশরাফ আলী থানভী রহ. এর খাস মুরীদ,

শিক্ষা জীবন :- মাওলানা জাকারিয়া রহ. এর পড়ালেখার হাতে খড়ি নিজ পিতা মাওলানা আলতাফ হোসাইন রহ. এর কাছেই শুরু হয়, পরবর্তীতে নূরানী পড়েন কামরাঙ্গীরচরস্থ ঐতিহ্যবাহী নূরীয়া মাদরাসায়, তখন তাঁর উস্তায ছিলেন ক্বারী বেলায়েত হোসাইন রহ. অতঃপর হিফজ ( খন্ডকালীন ) ও নাহবেমীর জামাত পর্যন্ত হাফেজ্জী হুজুর রহ. এর সুহবতে থেকে নূরীয়াতেই সম্পন্ন করেন, হিদায়াতুন্নাহু – শরহে জামী পড়েন বড়কাটারা মাদরাসায় তারপর শরহে বেকায়া পড়েন লালবাগ মাদরাসায় সর্বশেষ জালালাইন – দাওরায়ে হাদীস সম্পন্ন করেন ঢাকার প্রথম কওমী মাদরাসা জামিয়া ইসলামিয়া তাঁতীবাজার থেকে। পাশাপাশি তিনি অত্যন্ত সুনামের সাথে আলীয়া মাদরাসার পরীক্ষায় অংশগ্রহণ করে কৃতিত্বের স্বাক্ষর রাখেন, উদাহরণত আলিম (এইচ এস সি ) পরীক্ষায় সারা বাংলাদেশে মেধা তালিকায় আঠারোতম হয়েছিলেন । পরবর্তীতে ঢাকা আলিয়া থেকে কামিল হাদীস সম্পন্ন করেন, তৎকালীন সময়ে ঢাকা আলীয়ার হেড মাওলানা ছিলেন জাতীয় খতিব আল্লামা উবায়দুল হক রহ.।

কর্ম জীবন :- মাওলানা জাকারিয়া রহ. পড়াশুনা শেষ করেই হযরত হাফেজ্জী হুজুর রহ. প্রতিষ্ঠিত খেলাফত আন্দোলনে যোগ দিয়ে ঢাকা মহানগর সেক্রেটারী নিযুক্ত হন, হাফেজ্জী হুজুরের ইন্তেকালের পর মাওলানা মহিউদ্দিন খান ও মুফতি ফজলুল হক আমিনীর ইসলামী মোর্চার জয়েন্ট সেক্রেটারী হিসাবে দায়িত্ব পালন করেন পাশাপাশি আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়তের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ঢাকা মহানগর সভাপতি ছিলেন, পরবর্তীতে এশিয়া উপমহাদেশের প্রাচীনতম রাজনৈতিক দল বাংলাদেশ নেজামে ইসলাম পার্টিতে যুগ্ম মহাসচিব হিসাবে যোগদান করেন এবং 2008 – 2013 পর্যন্ত নেজামে ইসলাম পার্টির মহাসচিব ছিলেন।

অবদান :- বিখ্যাত এই রাজনীতিবিদ বিভিন্ন ধরনের আন্দোলনের পাশাপাশি দ্বিনের বহুমুখী খেদমত করে গেছেন, ঢাকার মিরপুরের জনসাধারণের অভিভাবক ছিলেন, রূপনগর জামিয়া নূরীয়া কাসেমুল উলূম তারই হাতে গড়া প্রতিষ্ঠান।

মৃত্যু তারিখ :- 27 মার্চ 2013

মোবাইল :- 01913469992

তথ্য দানকারীর নাম :- এহতেশামুল হক সাখী

তথ্য দানকারীর মোবাইল :- +8801928976349

Spread the love