সারা দেশের মাদ্রাসাসমূহ

মাওলানা মুহাম্মদ আলী (রাহ)

January 14 2020, 06:47

নাম :- মাওলানা মুহাম্মদ আলী

মুফতী খন্দকার হারুনুর রশীদ

পরম করুণাময় আল্লাহ পাক এই পৃথীবির আঙ্গিনায় সবসময় এমন কিছু মানুষ আমাদের মাঝে গড়ে রাখেন যারা অসাধারণ নানা গুণে গুনান্বিত হয়ে থাকেন এবং তাদের একেকজনের কিছুকিছু গুণাবলী পরবর্তী প্রজন্মের জন্য যুগযুগান্তর ধরে অনুপ্রেরণার নেয়ামক হিসেবে কাজ করে থাকে। দীনের নানা অধ্যায়ে তাদের সাধনা ও ত্যাগ ধী-মানদের জন্য জাহেলিপনার আঁধারে পথ চলতে সঠিকরূপে দিক নির্ণয়ের কাজে লাগে। মানবীয় মনের ট্রেজারিতে খুলুসিয়াতের মানিক্য-জহরত পুঁঞ্জিভূত করতে অন্যরকম এক আবেগ ও উদ্দীপনার সঞ্চার করে যায় তাদের অসামান্য ত্যাগ-তিতিক্ষা সজ্জিত সু-কীর্তিগুলো। যারা আজীবন নিভৃতে থেকে নিশাচরের মতো অমূল্যসব সম্পদের ফেরি করে যান এবং খ্যাতি বা প্রচারের মোহ তাদের পদযুগল স্পর্শ করতে সক্ষমতা পায় না কখনো। তেমনি ইসলামী শিক্ষাবিস্তারের এক খ্যাতিমুক্ত নিভৃতচারী ও নিরলস সেবকের নাম মাওলানা মুহাম্মদ আলী (রাহ)। তিনি ১৯৩৯ খ্রিস্টাব্দের মার্চ মাসের ২২ তারিখ বর্তমান সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলাধীন এক অজোপাড়াগাঁয়ে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম জনাব সিকন্দর আলী (রাহ)। মাতার নাম আরিজা খাতুন (রাহ)। স্থানীয় গহড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে তার শিক্ষাজীবনের যাত্রা শুরু হয়। পরবর্তীতে তিনি তাজুল উলুম জাতুগ্রাম মাদরাসায় \’শারহে মোল্লা জামী\’ পর্যন্ত পড়ালেখা করেন। এখানে তার আসাতেজায়ে কেরামের মাঝে অন্যতম হলেন– অত্র মাদরাসার প্রতিষ্ঠাতা মাওলানা মাহফুজুর রহমান (রাহ), মাওঃ আব্দুল গফুর, মাওঃ সাইফুল্লাহ, মাওঃ ফখরূল ইসলাম প্রমূখ বুজুর্গ আলেমগণ। সর্বশেষে এখানে তার আসাতেজায়ে কেরামের মাঝে রয়েছেন– মাওঃ শফিকুলহক বুলবুল (রাহ), মাওঃ ইদ্রীস শিবনগরী (রাহ), মাওঃ বশীর আহমদ দর্পোনগরী (রাহ) প্রমূখ যুগের খ্যাতিমান সব ওলামা-মাশায়েখ ও মুহাদ্দিসগণ। কর্মজীবনে মাওলানা মুহাম্মদ আলী (রাহ) প্রথম থেকে আমৃত্যু \’তাজুল উলুম জাতুগ্রাম\’ মাদরাসায় অত্যন্ত স্বনামের সাথে শিক্ষকতা করেন। তার প্রসিদ্ধ ছাত্রগণের মাঝে– মাওঃ আব্দুস সালাম, শায়খুল হাদীস- কাজির বাজার মাদরাসা। মাওঃ নুরুল ইসলাম, মুহাদ্দিস- লাফনাউট মাদরাসা। মাওঃ হাবীব আহমদ, মুহাদ্দিস- জাতুগ্রাম মাদরাসা। মাওঃ ফখরুল ইসলাম, মুহতামিম- জাতুগ্রাম মাদরাসা। মাওঃ আব্দুস সালাম, সাবেক মুহতামিম- জাতুগ্রাম মাদরাসা। মাওঃ ফারুক আহমদ, যুগ্মসম্পাদক- জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট মহানগর প্রমূখ বিশেষভাবে উল্লেখযোগ্য। আমাদের সিলেট জেলার ঐতিহ্যবাহী গোয়াইনঘাট উপজেলার তদানীন্তন কালের যোগাযোগবিচ্ছিন্ন \’অজোপাড়াগাঁ\’ ছাতারগ্রামের আলোকিত এ সন্তান গত ১৫/০৫/২০১৬ খ্রিস্টাব্দ রোজ রবিবার পড়ন্ত বিকেলে এক আকক্মিক বজ্রপাতে ইহকাল ত্যাগ করে আপন মাওলায়ে হাকীকির সান্নিধ্যে চলে যান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আদর্শ শিক্ষাগুরুর পথিকৃৎ হযরত মাওলানা মুহাম্মদ আলী (রাহ) একাধারে পঁয়তাল্লিশ বছর যাবত স্থানীয় জাতুগ্রাম মাদরাসায় দীনি শিক্ষার নানামুখী খিদমাতে নিরত ছিলেন। ব্যক্তিগত জীবনে সাদাসিধে এই গুণবান মানুষটি ছিলেন খুবই যুগসচেতন ও খোদাভীরুতার প্রতিচ্ছবি। আকাবীরে দীন ও আউলিয়ে কেরামের প্রতি ছিলো তার বুকভরা ভক্তি, আনুগত্য এবং অপরিসীম শ্রদ্ধাবোধ। আওলাদে রাসূল (সা), শাইখুল ইসলাম আল্লামা সাইয়েদ হুসাইন আহমদ মাদানী (রাহ)-এর একনিষ্ঠ ভক্ত ও অনুসারী মাওলানা মুহাম্মদ আলী (রাহ) তার ছাত্রজীবন থেকেই জমিয়তের রাজনীতিতে সক্রিয় ছিলেন। স্বাধীনতাউত্তর গোয়াইনঘাট উপজেলায় জমিয়তে উলামায়ে ইসলামের ভিত্তি স্থাপনে যারা বিরামহীন অবদান রেখেছিলেন তিনি তাদের অন্যতম। শাগরেদে মাদানী মুফতী আব্দুল জলিল (রাহ) ও মাওলানা শাইখ আব্দুল করীম ছত্রপুরী (রাহ) সহ মনীষীগণের সঙ্গে তিনি জমিয়তের কাজ করেন। জীবনের এক পর্যায়ে এসে তারই সুযোগ্য সন্তান, সিলেট জেলা যুবজমিয়তের সাবেক সহসাধারণ সম্পাদক মাওলানা ইলিয়াস আহমদ জমিয়তের রাজনীতিতে সক্রিয় হয়ে ওঠলে তিনি ধীরে ধীরে আড়ালে চলে যান। হযরত মাওলানা মুহাম্মদ আলী (রাহ) আজীবন স্বীয় সন্তানদের সার্বিকভাবে দেওবন্দী চিন্তাধারার ওপর অবিচল রাখতে কওমী মাদরাসা শিক্ষায় শিক্ষিত করে তুলেন। স্থানীয়ভাবে দীনি শিক্ষার প্রচার-প্রসার ও সমাজসংস্কার মূলক কাজে তার বহু অবদান রয়েছে। আমরা দু\’য়া করি মহান আল্লাহ যেনো তার এ বান্দার জীবনের সকল খিদমাতকে কবুল করেন এবং জান্নাতে আ\’লা মাকাম দান করেন। ——–+ খন্দকার হারুনুর রশীদ উপদেষ্টা : জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ গোয়াইনঘাট উপজেলা। প্রশিক্ষণসম্পাদক : সিলেট জেলা। (১৯/১১/২০১৬ খ্রি.)

জন্ম / জন্মস্থান :- ছাতার গ্রাম

শৈশব কাল :- স্থানীয় গহড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে তার শিক্ষাজীবনের যাত্রা শুরু হয়। পরবর্তীতে তিনি তাজুল উলুম জাতুগ্রাম মাদরাসায় \’শারহে মোল্লা জামী\’ পর্যন্ত পড়ালেখা করেন।

শিক্ষা জীবন :- স্থানীয় গহড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে তার শিক্ষাজীবনের যাত্রা শুরু হয়। পরবর্তীতে তিনি তাজুল উলুম জাতুগ্রাম মাদরাসায় \’শারহে মোল্লা জামী\’ পর্যন্ত পড়ালেখা করেন।পরবর্তীতে \’গাছবাড়ী আলিয়া মাদরাসা\’ থেকে কামিল পাশ করেন।

তথ্য দানকারীর নাম :- জামিল আহমদ

তথ্য দানকারীর মোবাইল :- 01757265126

Spread the love